AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাবিতে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলছে


Ekushey Sangbad
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক,(ঢাবি)
০৮:৩২ এএম, ৯ সেপ্টেম্বর, ২০২৫

ঢাবিতে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে ।আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে মোট ৮১০টি বুথে ভোটগ্রহণ হচ্ছে। সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। অনেকে ভিড় এড়াতে আগেভাগেই কেন্দ্রে হাজির হয়েছেন।

সকাল ৭টার দিকে প্রতিটি কেন্দ্রে ব্যালট বাক্স পৌঁছে দেওয়া হয় এবং সাংবাদিক ও এজেন্টদের উপস্থিতিতে তা খোলা হয়।

ভোটকে ঘিরে পুরো ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রধান প্রবেশপথে বসানো হয়েছে চেকপোস্ট, টিএসসিতে পুলিশের নিয়ন্ত্রণকক্ষ স্থাপন করা হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবির সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

নির্বাচনে ডাকসুর ২৮টি পদে মোট ৪৭১ জন প্রার্থী লড়ছেন, যার মধ্যে নারী প্রার্থী আছেন ৬২ জন। ভিপি পদে ৪৫ জন, জিএস পদে ১৯ জন ও এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৫ জন।

বিশ্ববিদ্যালয়ের ৩৯ হাজার ৭৭৫ শিক্ষার্থী এবার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে ছাত্র ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ১৮ হাজার ৯০২ জন।

নির্বাচন কমিশন জানিয়েছে, বিকেল ৪টার মধ্যে কেন্দ্রে লাইনে দাঁড়ানো ভোটাররা সবাই ভোট দেওয়ার সুযোগ পাবেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!