AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যবিপ্রবিতে সেমিষ্টার ফাইনাল পরীক্ষার ফলাফলে অসঙ্গতির তথ্য-প্রমাণ চেয়ে গণবিজ্ঞপ্তি


Ekushey Sangbad
আলফাজ হোসেন আরবি,যবিপ্রবি প্রতিনিধি
০৭:২৫ পিএম, ৫ সেপ্টেম্বর, ২০২৫

যবিপ্রবিতে সেমিষ্টার ফাইনাল পরীক্ষার ফলাফলে অসঙ্গতির তথ্য-প্রমাণ চেয়ে গণবিজ্ঞপ্তি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিভিন্ন বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফলাফলে গড়মিল ও অসঙ্গতির তথ্য-প্রমাণ চেয়ে গণবিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এক্ষেত্রে কেউ তথ্য দিলে তার নাম পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়।

রবিবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাঃ আমিনুল হক স্বাক্ষরিত এক গনবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

গনবিজ্ঞপ্তিতে বলা হয়, যবিপ্রবির কোন বিভাগের প্রকাশিত ফলাফলে গড়মিল/অসংগতি সংক্রান্ত যে কোন তথ্যের বিষয়ে রিপোর্ট প্রদানের জন্য গঠিত তথ্য অনুসন্ধান কমিটির সদস্য সচিব (পরীক্ষা নিয়ন্ত্রক, যবিপ্রবি) বরাবর আগামী ১৭ ই সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে তথ্য প্রদানকারীর সঠিক নাম পরিচয় ও প্রমাণাদিসহ প্রেরণ করতে হবে। তথ্য প্রদানকারী ব্যক্তির নাম পরিচয় কোডিং-ডিকোডিং এর মাধ্যমে গোপন রাখা হবে। তবে প্রদানকৃত তথ্য অসত্য প্রমানিত হলে তথ্য প্রদানকারীর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিষয়ে যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন বলেন, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগে প্রকাশিত ফলাফলে অসঙ্গতির অভিযোগ পাওয়া গেছে এবং এর সত্যতাও মিলেছে। একাডেমিক ফলাফলে এমন অসঙ্গতি শিক্ষার্থীদের ক্যারিয়ারের জন্য হুমকিস্বরূপ। আমরা এগুলো তদারকি করছি। কেউ তথ্য দিলে তার পরিচয় গোপন রাখা হবে। আশাকরি শিক্ষার্থীরা এ ব্যাপারে আমাদের সহযোগিতা করবে।

 


একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!