AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা শুরু


Ekushey Sangbad
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চবি
০১:১৩ পিএম, ৩ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ক্লাস ও পরীক্ষা শুরু হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। মোট ৯টি বিভাগের পরীক্ষার কার্যক্রম চলছে। তবে পুরো ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলকভাবে কম দেখা গেছে।

বিশ্ববিদ্যালয় পরিদর্শনে দেখা গেছে, জিরো পয়েন্ট, সোহরাওয়ার্দী মোড়, শহীদ মিনার, সমাজবিজ্ঞান ও কলা অনুষদের ঝুপড়ি এলাকায় শিক্ষার্থীদের উপস্থিতি প্রায় শূন্য। স্বাভাবিক দিনে এসব জায়গায় শিক্ষার্থীরা বেশি দেখা যায়। তবে কয়েকটি বিভাগের ক্লাস ও পরীক্ষা কার্যক্রম চলতে দেখা গেছে।

অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আমিরুল ইসলাম জানান, “একাডেমিক ক্যালেন্ডারের কারণে কিছু বিভাগের পরীক্ষা ইতোমধ্যেই শুরু হয়েছে। কিছু বিভাগ ক্লাসের শেষ পর্যায়ে থাকায় স্বাভাবিকভাবেই উপস্থিতি কম।”

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মমতাজ উদ্দিন বলেন, “সংঘর্ষের ঘটনার পর আজ থেকে পরীক্ষা শুরু হয়েছে। ৯টি বিভাগে পরীক্ষা চলছে। বিভাগগুলোকে স্বাধীনতা দেওয়া হয়েছে, তারা শিক্ষার্থীদের মানসিকতা অনুযায়ী পরীক্ষা নিতে বা স্থগিত রাখতে পারেন।”

উপউপাচার্য (একাডেমিক) মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, “এখন থেকে ক্লাস নিয়মিত চলবে। আহত শিক্ষার্থীরাও বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী পরীক্ষায় অংশ নিতে পারবেন।”

এর আগে, চবিতে এক ছাত্রীকে মারধরের ঘটনায় স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বহু শিক্ষার্থী আহত হন। বিশ্ববিদ্যালয় প্রশাসন মঙ্গলবার (২ সেপ্টেম্বর) হাটহাজারী থানায় ৯৫ জনের নামে মামলা দায়ের করে। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও এক হাজার জনকে আসামি করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!