AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পুরো বিশ্ববিদ্যালয় অচল করে দিলেন বাকৃবি শিক্ষার্থীরা



পুরো বিশ্ববিদ্যালয় অচল করে দিলেন বাকৃবি শিক্ষার্থীরা

দিনব্যাপী রেলপথ অবরোধের পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে অবস্থিত সব ব্যাংক ও আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ১টার পর প্রথমে শিক্ষার্থীরা ছাত্র-শিক্ষক কেন্দ্রের পাশে অবস্থিত বেসরকারি পূবালী ব্যাংকে তালা দেন। এরপর তারা নতুন প্রশাসনিক ভবন ও কোষাধ্যক্ষের কার্যালয়ে গিয়ে ভেতরে থাকা কর্মকর্তা-কর্মচারীদের বের হওয়ার সুযোগ দিয়ে সেখানেও তালা ঝুলিয়ে দেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের ছয় দফা দাবি পূরণ না হলে বিশ্ববিদ্যালয় লকডাউন ও ব্ল্যাকআউট করা হবে বলে আগেই ঘোষণা দেওয়া হয়েছিল। ইতিমধ্যে ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। এবার ক্যাম্পাসে চালু থাকা প্রতিটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও বন্ধ করে দেওয়া হলো।

তারা আরও বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো আমাদের দাবির ব্যাপারে কোনো আশ্বাস দেয়নি। তাই দাবি আদায়ে আমরা বাধ্য হয়ে আরও কঠোর কর্মসূচিতে যাচ্ছি।”

 

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!