AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভ্যানচালকদের মাঝে ইবি জিয়া পরিষদের রেনইকোট বিতরণ



ভ্যানচালকদের মাঝে ইবি জিয়া পরিষদের রেনইকোট বিতরণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে তার সুস্থতা কামনায় ভ্যানচালকদের মাঝে রেইটকোট বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জিয়া পরিষদ। 

সোমবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় ক্যাম্পাসের বাংলা মঞ্চে দেড়শো ভ্যানচালককে রেইনকোট দেওয়া হয়। রেইনকোট পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। কর্মসূচিতে জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। সম্মানীয় অতিথি ছিলেন জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন।

এছাড়া সভায় অধ্যাপক ড. আলীনূর রহমান, অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. মতিনূর রহমান, অধ্যাপক ড. জাকির হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের সভাপতি এস্টেট অফিস প্রধান আলাউদ্দিন, জাতীয়তাবাদী কর্মকর্তা-কর্মচারী ফোরামের সভাপতি আব্দুল মঈদ বাবুল এবং জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, বর্তমান আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুন সহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. নসরুল্লাহ বলেন, দলের চেয়ে যদি দেশ বড় হয় তাহলে আমাদের রাজনীতি-চিন্তাভাবনা-কর্ম সব কিছুই জনগণের উদ্দেশ্যে হবে। মানুষের জন্য যদি আমরা রাজনীতি এবং কর্মকাণ্ড পরিচালনা করতে পারি, সেখানেই আমাদের সফলতা। তাহলেই সুখী-সুন্দর-সমৃদ্ধ বাংলাদেশ আমরা পাবো। জাতীয়তাবাদী দলের রাজনীতি যারা করেন তাদের আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে পড়তে হবে। তাহলে ব্যক্তিগত লোভ-লালসা-পাওয়ার আকাঙ্খা থাকবে না।
 


একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!