AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘শহীদ মুগ্ধ কর্নার’ উদ্বোধন


Ekushey Sangbad
সিকৃবি প্রতিনিধি
০৫:৫৭ পিএম, ১২ জুলাই, ২০২৫

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘শহীদ মুগ্ধ কর্নার’ উদ্বোধন

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের স্মরণে সুপেয় পানির ব্যবস্থা করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি ) ‘শহীদ মুগ্ধ কর্নার’ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১২ জুলাই) বিকেল দেড়টায় সিকৃবির কেন্দ্রীয় গ্রন্থাগার সংলগ্ন উপাচার্য প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম ‘শহীদ মুগ্ধ কর্নার’-এর নামফলক উন্মোচন করেন।

এ সময় সিকৃবির ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর কার্যালয়ের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদারসহ বিভিন্ন অনুষদীয় ডিন, বিভিন্ন দপ্তরের পরিচালক, হল প্রভোস্ট, রেজিস্ট্রার, দপ্তর প্রধানসহ শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, ‘জুলাইয়ে শহীদ মুগ্ধর আত্মত্যাগের স্বরণে আমরা এই নামকরণ করেছি। পানি নেওয়ার ব্যবস্থা আগেও ছিল। আমরা আরও বড় পরিসরে পানি নেওয়ার ব্যাবস্থা করেছি, সৌন্দর্য বর্ধন করেছি। এখান থেকে পানি নেওয়ার অধিকার ছাত্র, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সবার।

তিনি আরও বলেন, আমরা জুলাই মাসব্যাপী উৎযাপনের আয়োজন করছি। শহীদ মুগ্ধ জুলাইয়ে যেমন বলেছে, পানি লাগবে পানি? আমরা তার স্মরণেই এই নিরাপদ পানির কর্নারের নাম ‘শহীদ মুগ্ধ কর্নার’ করেছি। মীর মুগ্ধ সবার, আশা করি সামনে এই নাম অপরিবর্তিত থাকবে।’

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর আওতায় সিকৃবির জাতীয় দিবস উদযাপন কমিটির জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আর্সেনিক ও আয়রনমুক্ত বিশুদ্ধ খাবার পানি সরবরাহের জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!