শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ইসলামিক ফাউন্ডেশনের বুক কর্নার স্থাপন কর্মসূচির প্রথম বুক কর্নারটি ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্থাপন করা হবে বলে জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) আ. ছালাম খান।
বুধবার (২ জুলাই )দুপুরে তিনি বুক কর্নার স্থাপনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার পরিদর্শন করেন। পরে আইন বিভাগের আয়োজনে তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি।
তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর আমি ইসলামিক ফাউন্ডেশনে এসেছি। আমরা চিন্তা করছি কীভাবে ইসলামের প্রচার ও প্রসার ঘটানো যায়। সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইসলামিক ফাউন্ডেশন কর্নার স্থাপন করব। এর প্রথমটি হবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে। ইবির স্কলাররা আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, ভবিষ্যতেও তাদের সহযোগিতা কামনা করি।
এসময় সংবর্ধনা অনুষ্ঠানে বিভাগের সভাপতি অধ্যাপক ড. হালিমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও সংবর্ধিত অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহা-পরিচালক আ. ছালাম খান। এসময় আইন অনুষদের ডিন ও বিভাগের অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনামসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের সভাপতি ও শিক্ষকবৃন্দসহ দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

