ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ( ডিআইইউ) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ।
বুধবার (২১ মে ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো: রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সকল নির্বাহী, শিক্ষক, কর্মকর্তা - কর্মচারী, এবং ছাত্র - ছাত্রীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অত্র বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইন্জিনিয়ারিং বিভাগের ই-৫৩ ব্যাচের শিক্ষার্থী জনাব মাহমুদুল হাসানের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের বিদ্বেষি আত্মার মাগফেরাত কামনা করছি । পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারন উদঘাটনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জোর দাবি জানাচ্ছি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় সার্বিক সহযোগিতা করবেন।
উল্লেখ্য, গত সোমবার (১৯ মে) রাত ১২ টা থেকে ২ টার মধ্যে দিয়াবাড়ির মেট্রোরেলের ১২৫ নাম্বার পিলারের কাছে রক্তাক্ত অবস্থায় মাহমুদুলের মৃতদেহ পাওয়া যায়৷ দিয়াবাড়ি এলাকা থেকে কয়েকজন শিক্ষার্থী সকালে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে পল্লবী থানায় লাশ হস্তান্তর করে হাসপাতাল কতৃপক্ষ।
একুশে সংবাদ//এ.জে