AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দাবি বাস্তবায়নের নতুন কেন্দ্র হবে কাকরাইল মোড়: রইছ উদ্দিন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:০৯ পিএম, ১৬ মে, ২০২৫

দাবি বাস্তবায়নের নতুন কেন্দ্র হবে কাকরাইল মোড়: রইছ উদ্দিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছ উদ্দিন হুঁশিয়ারি দিয়েছেন, দাবি পূরণ না হলে কাকরাইল মোড় হবে জনদাবি বাস্তবায়নের নতুন কেন্দ্র।

শুক্রবার (১৬ মে) কাকরাইল মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মসূচিতে যোগ দিয়ে তিনি বলেন,“তিন দিন ধরে আমার শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে অবস্থান কর্মসূচি পালন করছে। অথচ সরকারের পক্ষ থেকে এখনো কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। এটি দুঃখজনক এবং দায়িত্বহীনতার পরিচয়।”

তিনি আরও বলেন,“জগন্নাথ বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার। এখন আমরা এমন এক পরিস্থিতিতে পৌঁছেছি, যেখান থেকে পেছনে ফিরে যাওয়ার সুযোগ নেই। দাবি বাস্তবায়ন না হলে এই কাকরাইল মোড়ই হবে দেশের নতুন জনদাবি কেন্দ্র।”

সরকারকে সতর্ক করে রইছ উদ্দিন বলেন,“আমাদের শিক্ষার্থীদের আন্দোলন দমন বা হুমকির চেষ্টা করা হলে, আমরা তার উপযুক্ত জবাব দেব। এই সরকার আমাদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত — তাই আমাদের অধিকার আদায়ে পিছপা হবো না।”

জানতে চাওয়া হলে আন্দোলনকারী শিক্ষার্থীরাও জানান, তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন।
বিশ্ববিদ্যালয়ের দাবিগুলো দীর্ঘদিনের হলেও সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ না থাকায় তারা রাজপথে নেমেছেন বলে জানান তারা।

উল্লেখ্য, কয়েক দিন ধরেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা দাবিতে কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন, যার ফলে এলাকাজুড়ে যান চলাচলে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। আন্দোলনকারীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট, উন্নয়ন প্রকল্পে বৈষম্য, পরিবহন সংকটসহ একাধিক দাবি আদায়ের লক্ষ্যে তারা এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!