গোটা বিশ্বে চলমান সহিংসতা ও অরাজকতার বিপরীতে বিশ্বশান্তি প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা নিয়ে ‘ক্যারেক্টার ডে’ পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) থিয়েটার কর্মীরা ৷
শুক্রবার দুপুর সাড়ে ১২টায় ক্যাম্পাসের প্রধান ফটক চত্বরে তারা ফিলিস্তিনের উপর ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে মোট ১১টি ভিন্ন ভিন্ন ক্যারেক্টার রোল প্রদর্শন করেন। এসময় তারা তাদের অভিনয়ে ফিলিস্তিনের নিরীহ মুক্তিকামী মানুষসহ ইসরায়েলের গণহত্যাকারীদের চরিত্র ফুটিয়ে তুলে বিশ্বকে ‘শান্ত হও, শান্তি দাও’ বার্তা দেয়।
জানা যায়, ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি দিতে তৃতীয় বারের মতো বিশ্ববিদ্যালয় থিয়েটারের নাট্যশিল্পীরা এ আয়োজন করেন। থিয়েটারের সদস্যের অভিনয় দক্ষতা বাড়াতে এবং ফিলিস্তিনি মুক্তিকামী মানুষের কষ্টের চিত্র ফুটিয়ে তুলে সারা পৃথিবীতে শান্তির বার্তা পৌঁছে দিতে এ আয়োজন করেছে সংগঠনটি। এছাড়াও শিক্ষার্থীদের সাংস্কৃতিক দিকে আগ্রহী করতে এমন ভিন্নধর্মী আয়োজন করেছেন বলে জানান আয়োজকরা৷
বিশ্ববিদ্যালয় থিয়েটারের সাধারণ সম্পাদক নাঈমুল ফারাবি বলেন, বিশ্বের পাওয়ার হাউজগুলো আজ নিরব দর্শক হয়ে এই গণহত্যা দেখছে। ফিলিস্তিনিদের এই সীমাহীন কষ্ট আমরা অনুভব করছি না। মানুষ হিসেবে আমাদের লজ্জিত হওয়া উচিত। আমরা ফিলিস্তিন ও কাশ্মীরের মুসলিম ভাই-বোনদের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। সারা বিশ্বের মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।
থিয়েটারের সভাপতি সাইফুন্নাহার লাকী বলেন, বর্তমান বিশ্বে চলমান সহিংসতা ও অরাজকতা দূর করতে আমাদের এই আয়োজন। যারা শান্তি রক্ষায় কাজ করে তাদেরকেও আমরা এখন কোনো ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে দেখছি না। তাই গোটা বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষ থেকে আমরা চাচ্ছি, ‘বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হোক, সবার মাঝে শান্তি ছড়িয়ে পড়ুক’।
একুশে সংবাদ// ইবি/ এ.জে
আপনার মতামত লিখুন :