ঝিনাইদহের কোটচাঁদপুরে ফেসবুকে প্রাণনাশের হুমকি ও উস্কানিমূলক পোস্টের অভিযোগে এক ছাত্রলীগ নেতার বাড়ি ঘিরে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। শনিবার (৩ মে) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত শহরের রেলস্টেশন পাড়ায় এ উত্তেজনাকর পরিস্থিতি চলতে থাকে। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভিযুক্ত ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম প্রান্ত (৩২) কোটচাঁদপুর পৌর ছাত্রলীগের সক্রিয় সদস্য ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, সরকার পরিবর্তনের পর থেকে তিনি গা-ঢাকা দিয়েছিলেন এবং সে সময় থেকেই ফেসবুকে আন্দোলনকারীদের উদ্দেশ্য করে বিভিন্ন উস্কানিমূলক ও হুমকিমূলক পোস্ট করতেন।
শনিবার প্রান্ত তার নিজ বাড়িতে অবস্থান করছেন এমন খবর ছড়িয়ে পড়লে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। ‘ছাত্রলীগের চামড়া তুলে নেবো আমরা’, ‘ধর ধর ছাত্রলীগ ধর’ — এমন উত্তেজক স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
বিক্ষোভের সময় প্রান্ত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কয়েক দফা বাকবিতণ্ডাও হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে উৎসুক জনতা ভিড় করে এবং সড়কে যানজট সৃষ্টি হয়।
ঘটনার খবর পেয়ে রাত ৯টার দিকে সেনাবাহিনীর একটি দল, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল ইসলাম এবং কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতুব্বর ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, “ঘটনার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে আন্দোলনকারী নেতা আল শাহরিয়ার অভিক বলেন, “প্রান্ত বারবার আমাদের হুমকি ও অপমানজনক পোস্ট করছিলেন। বহুবার নিষেধ করার পরও থামেননি। তাই জনগণের নিরাপত্তা ও সম্মান রক্ষার্থে আমরা এই প্রতিবাদে নেমেছি।”
একুশে সংবাদ/ঝি.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :