নাটোরের লালপুর উপজেলায় অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে পূর্ণ সরকার (১২) নামের পঞ্চম শ্রেণির এক ছাত্র। শনিবার (৩ মে) রাত ৮টার দিকে উপজেলার এবি ইউনিয়নের শালেশ্বর হিন্দুপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত পূর্ণ সরকার একই এলাকার প্রণয় সরকারের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
পারিবারিক সূত্রে জানা গেছে, ওই দিন পূর্ণের মা গোপালপুর বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। পূর্ণ মায়ের সঙ্গে বাজারে যেতে চায়, কিন্তু মা তাকে সঙ্গে না নিয়ে যাওয়ায় সে অভিমানে নিজ ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সন্ধ্যার কিছু সময় পর পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং দ্রুত নামিয়ে আনলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষক-শিক্ষার্থীরা শিশুটির আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :