AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিশু সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সহযোগিতামূলক কার্যক্রমে আগ্রহ প্রকাশ


Ekushey Sangbad
পাপড়ি খানম, খুলনা বিশ্ববিদ্যালয়
০৭:১৭ পিএম, ২৩ এপ্রিল, ২০২৫

শিশু সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সহযোগিতামূলক কার্যক্রমে আগ্রহ প্রকাশ

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুইজারল্যান্ডভিত্তিক শিশু অধিকার সংস্থা টেরে ডেস হোমস্ (টিডিএইচ)-এর প্রতিনিধি দলের সদস্যরা। আজ ২৩ এপ্রিল (বুধবার) সকাল ১০টা ৩০ মিনিটে উপাচার্যের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


সাক্ষাতকালে প্রতিনিধি দলের সদস্যরা টিডিএইচ-এর বৈশ্বিক কার্যক্রম, শিশু সুরক্ষা, মানব পাচার প্রতিরোধ, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় শিশুদের সক্ষমতা বৃদ্ধি এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে সংস্থাটির অবদান সম্পর্কে আলোচনা করেন। তারা জানান, টিডিএইচ বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে শিশুদের অধিকার রক্ষায় কাজ করছে এবং বাংলাদেশেও তারা বেশ কয়েকটি কার্যক্রম পরিচালনা করছে।


আলোচনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণা, প্রশিক্ষণ, সচেতনতামূলক কার্যক্রম এবং শিক্ষার্থীদের সম্পৃক্ত করে শিশু সুরক্ষা বিষয়ক কর্মসূচি বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়। বিশেষভাবে এনভায়রনমেন্টাল সায়েন্স, সমাজবিজ্ঞান, অর্থনীতি, ডিভেলপমেন্ট স্টাডিজ এবং নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়।


উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে শিশুবান্ধব সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে আগ্রহী। এ ধরনের আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করলে শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান অর্জনের পাশাপাশি গবেষণার ক্ষেত্রও সমৃদ্ধ হয়।


এ সময় দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থিত হওয়ায় এখানে শিশু সুরক্ষা ও পরিবেশ বিষয়ক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিশাল সুযোগ রয়েছে। কো-ক্রিয়েশন ওয়ার্কশপ এবং শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ প্রোগ্রাম বাস্তায়ন পরবর্তীতে টেরে ডেস হোমস্ এর সাথে এমওইউ স্বাক্ষরের সুযোগ রয়েছে।


প্রতিনিধি দল খুলনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতামূলক কর্মসূচি বাস্তবায়নের জন্য সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেন।
এ সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের প্রফেসর ড. আব্দুল্লাহ ইউসুফ আল হারুন, টিডিএইচ প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ (হেড অব প্রোগ্রামস) জিনিয়া আফরোজ, প্রজেক্ট ম্যানেজার সুরজিৎ কুন্ডু, সিনিয়র ফান্ডরেইজিং ম্যানেজার নিসর্গ প্রতীম, প্রজেক্ট ম্যানেজার মোস্তফা মুজতাহিদ, এম এন্ড ই কো-অর্ডিনেটর জিরথাঙ্কন উপস্থিত ছিলেন।


একুশে সংবাদ////র.ন

Shwapno

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!