আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি করছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার ফজরের পর থেকে প্রশাসন ভবনের নিচে অবস্থান করছেন তারা। একইসঙ্গে তারা রাত ৮টা পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। দাবি আদায় না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন। কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক নাহিদ হাসান, তানভীর মাহমুদ, ইয়াসিরুল কবির, গোলাম রব্বানী ও ইসমাইল হোসেন রাহাত সহ অন্যান্য শিক্ষার্থীরা অংশ নেন।
সমন্বয়ক এস এম সুইট বলেন, খুন, গুম, হত্যা, ধর্ষণ সহ প্রত্যেকটি অপকর্মের সঙ্গে আওয়ামীলীগ জড়িত। এমন কোনো হেন অপরাধ নেই যে কাজের সঙ্গে আওয়ামী লীগ জড়িত নেই। তাছাড়া জুলাই অভ্যুত্থানে পতিত শেখ হাসিনা সরকার গণহত্যা চালিয়েছে। তারপরেও আওয়ামীলীগের বিন্দুমাত্র অনুশোচনা নেই। বরং তাদের সমর্থকরা এখনও দেশবিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ভারতসহ বিদেশি শক্তির সহায়তায় তারা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, আওয়ামীলীগকে ক্যান্টনমেন্ট থেকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। তারা যে ধরণের অপরাধ ও অপকর্ম করেছে এরপরে তাদের পুনর্বাসনের বা সাংগঠনিক কার্যক্রম চালানোর কোনো এখতিয়ার নেই। আমাদের দাবি অনতিবিলম্বে আওয়ামীলীগকে নিষিদ্ধ করতে হবে। তা না হলে জুলাই বিপ্লবের হাজার হাজার ভাইবোনের রক্ত বৃথা চলে যাবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :