ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় বহিরাগত যানবাহন চলাচল নিয়ন্ত্রণে ক্যাম্পাসের সাতটি প্রবেশপথে তল্লাশিচৌকি বসানো হয়েছে, যার কারণে শুক্রবার (১৩ ডিসেম্বর) সাপ্তাহিক ছুটির দিনে বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ছুটির দিনগুলোতে ক্যাম্পাসে যানবাহন চলাচল সীমিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ জন্য শাহবাগ, নীলক্ষেত, দোয়েল চত্বরসহ সাতটি প্রবেশপথে তল্লাশি চৌকি স্থাপন করা হয়েছে। জরুরি পরিবহন, রোগী, বিশ্ববিদ্যালয়ের অতিথি এবং অফিসিয়াল গাড়ি ছাড়া অন্য কাউকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।
এই সিদ্ধান্তের ফলে অনেক মানুষ সাপ্তাহিক ছুটির দিনে ভোগান্তিতে পড়েছেন। কিছু মানুষ, যারা বিশ্ববিদ্যালয়ে কাজ বা ঘুরতে গিয়েছিলেন, যানজটে আটকে পড়েন। শাহীন রহমান নামের একজন বলেন, তিনি নীলক্ষেতে একটি পণ্য কিনতে গিয়ে দীর্ঘ সময় আটকা পড়েন। তিনি আরও জানান, এমন সিদ্ধান্তের নেয়ার আগে ঘোষণা দেয়া উচিত ছিল।
এদিকে পুলিশ জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নের পর শাহবাগ, নীলক্ষেত, বাংলামোটর, মৎস্য ভবন ও আজিমপুর–মিরপুর সড়কে যানজট বেড়ে গেছে। রমনা ট্রাফিক বিভাগের উপকমিশনার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, ক্যাম্পাসে যানবাহন নিয়ন্ত্রণের জন্য নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে, যার কারণে আশপাশের সড়কে যানজট সৃষ্টি হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান বৃহস্পতিবার পলাশী মোড়ে নিরাপত্তা ও নজরদারি বক্স উদ্বোধন করেন, যেখানে ক্যাম্পাসের যানবাহন নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদারের জন্য ব্যবস্থা নেয়া হবে। এই উদ্যোগের পর আজ থেকে সাতটি প্রবেশপথে চলাচল সীমিত করা হয়েছে, তবে বকশিবাজার থেকে পলাশী পর্যন্ত একটি রাস্তা খোলা রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ জানান, এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের চাওয়ার পরিপ্রেক্ষিতে নেয়া হয়েছে এবং যতদিন সম্ভব এটি কার্যকর থাকবে। এর পাশাপাশি, মাদকবিরোধী অভিযান চালানোরও পরিকল্পনা রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে ক্যাম্পাস ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় মাদকবিরোধী অভিযান চালাবে বলেও জানিয়েছেন প্রক্টর সাইফুদ্দীন আহমেদ।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :