জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষদভিত্তিক সর্বোচ্চ ফল অর্জনকারী ৫ শিক্ষার্থীকে ‘ডিনস অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে।
বুধবার (৭ জুন) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার কক্ষে প্রথম বারের মতো এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অ্যাওয়ার্ড লাভ করা শিক্ষার্থীরা হলেন- চারুকলা বিভাগের শিক্ষার্থী রুবাইয়াত ইবনে নবী, অর্থনীতি বিভাগের ফারাহ নাসরীন, পরিসংখ্যান বিভাগের নিলুফার ইয়াসমিন, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অনুজ ভৌমিক পিয়াস এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের মো. আতা-ই-রাব্বি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম বলেন, ‘যেকোনো সাফল্যের ক্ষেত্রে স্বীকৃতি অনুপ্রেরণা যোগায়। অ্যাওয়ার্ড প্রাপ্তদের আজকের স্বীকৃতি ভবিষ্যতে তাদের প্রেরণা দেবে। আমি এই কৃতি শিক্ষার্থীদের রাষ্ট্র, সমাজ, সংস্কৃতির উন্নয়ন-অগ্রগতিতে কাজ করার আহ্বান জানাচ্ছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলের বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে শিক্ষিত মেধাবী তরুণ প্রয়োজন। আজকে যারা ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন, তারা বর্তমান সরকারের সোনার বাংলা গড়ার লক্ষ্যে মেধা ও মননশীলনতা কাজে লাগাবেন।’
তিনি বলেন, ‘বর্তমান সরকার বার্ষিক প্রবৃদ্ধি অর্জনে প্রতিবেশি অনেক দেশকে পেছনে ফেলেছে। এই ধারা অব্যাহত রাখতে সকলকে একযোগে কাজ করতে হবে।’
ডিনস কমিটির সভাপতি এবং কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার।
অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, চুক্তিভিত্তিক রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের সভাপতি, অফিস প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/আ.র.প্র/জাহা