বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রেম বিষয়ক ঘটনাকে কেন্দ্র করে বহিরাগত দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় বাকৃবির শিক্ষার্থীরা বাধা দিতে গেলে বিষয়টি মারামারির দিকে মোড় নেয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দু’জন শিক্ষার্থীসহ মোট তিনজন আহত হয়েছে।
শুক্রবার (২ জনি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় রেলক্রসিং সংলগ্ন তৃপ্তি হোটেলের পার্শ্বে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো শফিকুল ইসলাম।
বিভিন্ন সূত্রে জানা যায়, আহত তিন জনের মধ্য দু’জন বাকৃবির পশুপালন আনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আহত আরেকজন ত্রিশালের বাসিন্দা মাহমুদ হোসেন প্রিন্স। এ ঘটনায় জড়িতদের মধ্যে দু’জনকে আটক করা হয়, বাকিরা পালিয়ে যায়। এ দু’জন হলেন ময়মনসিংহ বড় বাজারের মো. তাহমিদ আনন ও মাহমুদুল হাসান নিঝুম। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জড়ো হয়ে তাদের মারধর শুরু করলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা তাদের উদ্ধার করে নিয়ে যায়।
বিশ্ববিদ্যালয়ের চিফ মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মো. সাঈদুর রহমান গণমাধ্যমকে বলেন, তিনজনকে আহত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টারে নিয়ে আসা হয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে। তার মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। বাকি দু’জনের মধ্যে একজন হাতে ও অন্যজন পায়ে আঘাত পেয়েছে। তাদেরকে ব্যান্ডেজ দেওয়া হয়েছে।
একুশে সংবাদ/রা.রা.প্রতি/এসএপি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

