বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের কল্যাণে পেশকৃত ১৫ দফা দাবিনামার দৃশ্যমান অগ্রগতি চায় সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) সাধারণ শিক্ষার্থীদের পক্ষে সুজয় শুভ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫মার্চ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) চলমান সংকটের সমাধানের লক্ষ্যে প্রক্টরের মাধ্যমে উপাচার্য বরাবর ১৫ দফা দাবি পেশ করেন শিক্ষার্থীরা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় দাবিগুলো যৌক্তিক এবং বাস্তবায়নযোগ্য। শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করা হয় অতিদ্রুতই প্রতিটি দাবিই বাস্তবায়ন হবে।
তবে, এ ঘটনার পর এক মাস অতিক্রান্ত হলেও কোন দৃশ্যমান অগ্রগতি নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই নির্লিপ্ততা শিক্ষার্থীদেরকে আহত করে।
শিক্ষার্থীরা বলছেন, আগামীকাল থেকে লম্বা ছুটিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়। প্রশাসনের উচিত এই ছুটিকে সুযোগ হিসেবে নেয়া। ছুটি শেষে শিক্ষার্থীবান্ধব বরিশাল বিশ্ববিদ্যালয় দেখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা। ১৫ দফা দাবির অগ্রগতি চায় ববি শিক্ষার্থীরা।
একুশে সংবাদ/এসএপি
আপনার মতামত লিখুন :