AB Bank
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জবিতে কালিদাসের "অভিজ্ঞান শকুন্তলম্" নাটকের প্রদর্শনী


Ekushey Sangbad
রুদ্র দেব নাথ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
০৭:৫৩ পিএম, ১৯ ডিসেম্বর, ২০২২
জবিতে কালিদাসের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগে মহাকবি কালিদাসের "অভিজ্ঞান শকুন্তলম্" নাটকের প্রদর্শনী হয়েছে। নাট্য দৃশ্য নির্মাণ কোর্সের পরীক্ষার কাজ হিসেবে বিভাগটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা নাটকটি মঞ্চায়িত করেন।

 

রোববার (১৮ ডিসেম্বর) ও সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে বিভাগটির ল্যাব রুমে নাটকটির প্রদর্শনী হয়েছে। নাটকটির নির্দেশনা দিয়েছেন নাট্যকলা বিভাগের প্রভাষক আফরিন হুদা তোড়া।

 

নাটকটিতে নৃত্য ও দেহ বিন্যাস পরিচালনা করেন একই বিভাগের প্রভাষক কৃপাকণা তালুকদার এবং রুবাইয়া জাবীন প্রিয়তা। সংগীত তত্ত্বাবধানে ছিলেন সহকারী অধ্যাপক ক্যাথরিন পিউরীফিকেশন এবং সঙ্গীত প্রক্ষেপণ ও দ্রব্য সামগ্রী নির্মাণ করেন করেন প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা।

 

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন বিভাগের ৭ম আবর্তনের শিক্ষার্থীরা। এতে দুষ্যন্তের চরিত্রে অভিনয় করেন অর্ঘ্য, শান্ত, সৌমিক, মেশকাত, আলম ও মারুফ এবং শকুন্তলা চরিত্রে অভিনয় করেন কর্ণা, নিশা, ঈশিতা ও সোমালি।

 

নাটকটিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেন সাথী, রাশেদ, সাব্বির, প্রিন্স, অনন্যা, রঞ্জন, নদী, বাবলু, সাম্য, মোমিত, রুদ্র, তাসিন, রোহান, স্বপ্নীল, রঞ্জন, গৌর, বুশরা, অনামিকা, মীম, সানজিদা, বৃষ্টি, প্রিন্স, সুমাইয়া, অরুন্ধতী,নদী, অনামিকা, বুশরা, রাসেল, প্রিয়তী এবং আলোক প্রক্ষেপণে ছিলেন রঞ্জন এবং খুশি।

 

একুশে সংবাদ.কম/র.ই.প্র/জাহাঙ্গীর

Link copied!