AB Bank
ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইবিতে ঈদের ছুটি শুরুর পূর্বেই হল ত্যাগের নির্দেশ


ইবিতে ঈদের ছুটি শুরুর পূর্বেই হল ত্যাগের নির্দেশ

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আগামী ২ জুলাই থেকে ছুটির ঘোষণা দিলেও ছুটি শুরুর দুইদিন পূর্বেই আগামী ৩০শে জুন সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন । 

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রোববার (২৬ জুন) এ তথ্য জানা যায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামী ২ জুলাই শনিবার থেকে ১৬ জুলাই শনিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসমূহ বন্ধ থাকায় আগামী ৩০জুন বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগ করার জন্য বলা হলো এবং আগামী ১৫ জুলাই শুক্রবার সকাল ১০টায় হল সমূহ খুলে দেওয়া হবে। 

ঈদের ছুটির দুইদিন পূর্বেই হল বন্ধের এমন নির্দেশে সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিভ্রান্তি দেখা দিয়েছে। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন" বুধবার সারাদিন ক্লাশ করে পরেরদিন দূরদূরান্তে জার্নি করে যাওয়াটা খুবই কষ্টসাধ্য। প্রশাসনের উচিৎ এই সিদ্ধান্ত পুনঃ বিবেচনা করা। এটি শুধু আমার মতামত নয়,বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগ শিক্ষার্থীর একই দাবি বলে আমি মনে করি"।

প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী বলেন, "এটা আসলে সকল প্রভোস্টদের সম্মিলিত সিদ্ধান্ত। প্রভোস্টগন তাদের হলের সার্বিক বিষয় চিন্তা করে এ সিদ্ধান্ত নিয়েছেন। তাছাড়া বৃহস্পতিবার এবং শুক্রবার এমনিতেই বিশ্ববিদ্যালয় ছুটি।"


 

 

একুশে সংবাদ/মা.ঐ/এস.আই

Link copied!