AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মা ইলিশ রক্ষায় ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৫৯ পিএম, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

মা ইলিশ রক্ষায় ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ

প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন দেশের সব নদী ও উপকূলে ইলিশ আহরণ, পরিবহন, বিক্রি ও মজুদ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এ সিদ্ধান্তের ঘোষণা দেন। তিনি জানান, এ সময়ে দেশের ৩৭ জেলার ১৬৫ উপজেলার ৬ লাখ ২০ হাজারের বেশি জেলে পরিবারকে খাদ্য সহায়তা হিসেবে পরিবারপ্রতি ২৫ কেজি চাল দেওয়া হবে।

উপদেষ্টা বলেন, “প্রজনন মৌসুমে আশ্বিনী পূর্ণিমা ও অমাবস্যা—উভয় সময়ই মা ইলিশ ডিম ছাড়ে। তাই পূর্ণিমার আগে ও অমাবস্যার পরের দিনগুলো মিলিয়ে টানা ২২ দিনের জন্য মাছ ধরা বন্ধ রাখা হচ্ছে। এ কর্মসূচি ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৫’ নামে বাস্তবায়ন করা হবে।”

এই সময়ে ইলিশ ধরা বন্ধে মৎস্য বিভাগ ছাড়াও নৌ পুলিশ, কোস্টগার্ড, নৌ ও বিমান বাহিনীসহ সব আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে। জলসীমার বাইরে বিদেশি ট্রলারের অনুপ্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে এবং নদীতে ড্রেজিং কার্যক্রমও স্থগিত থাকবে।

সহায়তা কার্যক্রমে প্রায় ১৫ হাজার ৫০০ মেট্রিক টন চাল বিতরণ করা হবে। ফরিদা আখতার জানান, গত বছর একই ধরনের অভিযানে ২,১৬৯টি মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় ৫৫ মেট্রিক টন ইলিশ জব্দ, ৬১২ লাখ মিটার অবৈধ জাল ধ্বংস এবং ৭৫ লাখ টাকার বেশি জরিমানা আদায় হয়েছিল।

গবেষণা তথ্য তুলে ধরে তিনি বলেন, ২০২৪ সালের অভিযানের ফলে প্রায় ৫৩ শতাংশ মা ইলিশ নিরাপদে ডিম ছাড়তে পেরেছিল। এর মাধ্যমে প্রায় ৪৪ হাজার কোটি জাটকা সংরক্ষণ সম্ভব হয়েছে। এবারের অভিযান আরও সংগঠিত ও কার্যকরভাবে পরিচালিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এছাড়া, এ বছর দুর্গাপূজা উপলক্ষে ভারতকে ১,২০০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমোদন দেওয়া হলেও ১৬ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে বেনাপোল স্থলবন্দর দিয়ে মাত্র ৮১ মেট্রিক টনের মতো ইলিশ গেছে বলে জানান উপদেষ্টা।

তিনি আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ইলিশ আহরণ কমে যাওয়ার প্রধান কারণ অবৈধ জালের ব্যবহার। বিশেষ করে কারেন্ট জাল, মশারী জাল ও ফাঁদ জালের মাধ্যমে বিপুল পরিমাণ জাটকা ধরা পড়ছে। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ (সংশোধিত ২০২০) অনুযায়ী এসব জাল সম্পূর্ণ নিষিদ্ধ বলে তিনি উল্লেখ করেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!