দেশের কোথাও সারের সংকট নেই এবং সব ধরনের সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি স্পষ্ট করে বলেন, “আমি দায়িত্বে থাকা অবস্থায় সারের দাম বাড়বে না।”
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
কৃষি উপদেষ্টা জানান, সার নীতিমালা প্রণয়নে জাতীয় কমিটি গঠন করা হচ্ছে। একই সঙ্গে ডিলারশিপ ব্যবস্থায় বড় ধরনের সংস্কার আনা হবে। তিনি আরও বলেন, গ্যাস সংকটের কারণে সারের উৎপাদন বা সরবরাহ ব্যাহত হবে না। ইতিমধ্যে সারের বকেয়া ২০ হাজার ৬৯১ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।
আলুর বাজার নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “এ বছর আলুর উৎপাদন বেশি হলেও কৃষকরা ন্যায্য দাম পাচ্ছেন না। আমরা চাই, কৃষকের স্বার্থে আলুর দাম কিছুটা বাড়ুক।”
কৃষি খাতের রপ্তানি প্রসঙ্গেও তিনি উল্লেখ করেন, এ বছর প্রথমবারের মতো চীনে আম রপ্তানি হয়েছে। আগামী বছর থেকে কাঁঠালও রপ্তানি করার পরিকল্পনা রয়েছে।
একুশে সংবাদ/এ.জে