সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সবজি ফসলের মুলার দাম একেবারে কমে গেছে। একজন বর্গা কৃষক মোহাম্মদ হান্নান নিজ আবাদের মুলা পাইকারি প্রতি কেজি পাচ টাকা দরে বেচেছেন। নাগরৌহা গ্রামীণ বাজারে সাধারণ খদ্দেরদের কাছে মুলার চাহিদা তেমন নেই বলে জানা গেছে ।
উল্লাপাড়ার নাগরৌহা গ্রামের মোহাম্মদ হান্নান নিজ গ্রামের বাবু মিয়ার দশ শতক জমি বর্গা নিয়ে এবারের মৌসুমে সবজি ফসল মুলার আবাদ করেছেন।
প্রতিবেদককে বলেন প্রথম দিকের কয়েকদিন প্রতি কেজি মুলা উল্লাপাড়া বাজারে মোটামুটি ত্রিশ থেকে পয়ত্রিশ টাকা কেজি দরে পাইকারি বেচেছেন। এখন দাম কমেছে। গতকাল শুক্রবার দেড় মণ মূলা উল্লাপাড়া বাজারে পাইকারি তিনশো টাকা বেচেছেন। প্রতি কেজি মুলার দাম পাচ টাকা কেজি করে হয়েছে।
প্রতিবেদককে বলেন, এ যাবত মূলা বেচা টাকায় আবাদের খরচ উঠেছে । তবে লাভ তেমন হলো না। আগামী দুই দিনের মধ্যে সব মুলা বেচে জমিতে আলু বীজ লাগাবেন। এদিকে নাগরৌহা বাজারে আজ শনিবার এক কেজি মূলা দশ টাকায় কেনাবেচা হয়েছে। তবে সাধারণ খদ্দেরদের কাছে মূলার তেমন চাহিদা নেই।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :