AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাজীপুরে অপহরনের ১০ ঘন্টা পর শিশু উদ্বার, গ্রেপ্তার চার


Ekushey Sangbad

০৬:২৪ পিএম, জানুয়ারি ১৯, ২০২০
গাজীপুরে অপহরনের ১০ ঘন্টা পর শিশু উদ্বার, গ্রেপ্তার চার

গাজীপুর: গাজীপুরের পরিবারের সদ্যদেরকে অজ্ঞান করে দেড় বছরের শিশু অপহরনের ১০ ঘন্টা পর অপহৃত শিশুসহ চার অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। শনিবার রাত সাড়ে ৯টায় তাদের গ্রেপ্তার করা হয়। এসময় র‌্যাব তাদের কাছ থেকে স্বর্ণের কানের দুল ৪টি মুঠো ফোন ও নগদ টাকা উদ্ধার করে। র‌্যাব-১ এর অধিনায়ক লে: কর্ণেল শাফীউল্লাহ বুলবুল সত্যতা নিশ্চিত করেছেন। অপহৃত শিশু শাহরিয়া ইসলাম আরাফ (১৬মাস) মহানগরের গাছা (শরীফপুর) এলাকার আশরাফ আলী ও শাকিলা দম্পত্তির মেয়ে। গ্রেপ্তারকৃতরা হলো বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সুন্দরকাঠি গ্রামের কামরুজ্জামান ওরফে রফিকের মেয়ে জেরিন ইশরাত জুলি (২২) এবং তারিন নুশরাত তুলি (১৬), শরীয়তপুরের ড্যামুডা উপজেলার গোয়ালকুয়া গ্রামের আব্দুর রউফ সিকদারের ছেলে আমিনুল ইসলাম (২৯) ও একই জেলার সখিপুর উপজেলার দুলারচর গ্রামের মফিজ মাতুব্বরের ছেলে সুমন মিয়া (৩০)। তারা মহানগরের চান্দরা সাইনবোর্ড এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতো। র‌্যাব-১ এর অধিনায়ক লে: কর্ণেল শাফীউল্লাহ বুলবুল জানান, গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) জেরিন ইশরাত জুলি বাসা ভাড়া নেওয়ার উদ্দেশ্যে আশরাফ আলী দম্পতির বাসায় যায়। বাসা পছন্দ হওয়ায় তাদেরকে বলে আসে দুই দিন পর এসে ভাড়ার টাকা অগ্রিম (অ্যাডভান্স) দিয়ে যাব। সে অনুযায়ী শনিবার (১৮ জানুয়ারী) সকালে ছোট বোন তারিন নুশরাত তুলিসহ অগ্রিম টাকা দেওয়ার জন্য ওই বাসায় যায়। এসময় আলোচনার এক পর্যায়ে তাদের সাথে থাকা ঘুমের ওষুধ মেশানো জুস আশরাফ আলীসহ তার পরিবারের সকলকে খাওয়ায়। জুস খেয়ে তারা অজ্ঞান হয়ে পরলে অপহরনকারী দুই বোন শিশু শাহরিয়া ইসলাম আরাফ ও ঘর থেকে স্বর্ণালংকার, মুঠোফোন ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। তাদরেকে দীর্ঘ সময় অজ্ঞান অবস্থায় দেখে তাদরেকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর বিকেল ৪টায় জ্ঞান ফিরে। এসময় তাদের শিশু ছেলেকে খোঁজতে থাকে। পরে অপহরনকারীরা সন্ধ্যায় ভিকটিমের মায়ের মুঠোফোন থেকে তার বাবার কাছে শিশু অপহরনের কথা জানায় এবং মুক্তিপণ হিসেবে ২০ লাখ টাকা দাবি করে। দাবি অনুযায়ী টাকা না দিলে শিশুকে হত্যা করে কিডনি বিক্রি করার হুমকি দেয়। অপহরনের বিষয়ে র‌্যাবকে জানালে তারা গোয়েন্দা নজরদারি বৃদ্বি করে ছায়া তদন্ত শুরু করে। এসময় বিকাশে টাকা লেনদেন করার সময় মহানগরের গাছা থানার সাইনবোর্ড এলাকা থেকে অপহরনকারী দুই বোনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্যর ভিত্তিতে একই এলাকার একটি ফ্ল্যটের পরিত্যাক্ত গোপন কক্ষ থেকে তাদের অপর দুই সহযোগীকে গ্রেপ্তার করে এবং অপহৃত শিশু শাহরিয়া ইসলাম আরাফকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে। তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরনকারীরা স্বীকার করেন তারা মুক্তিপন আদায়ের উদ্দেশ্যে শিশুকে অপহরন করে। এ ঘটনায় অপহরনকারীদের বিরুদ্বে গাছা থানায় মামলা দায়ের করা হয়েছে। এস.সানি //১৯.০১.২০২০
Link copied!