AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কাল ইবির ভর্তি পরীক্ষা


Ekushey Sangbad

০৭:১৪ পিএম, নভেম্বর ৩, ২০১৮
কাল ইবির ভর্তি পরীক্ষা

ইবি সংবাদদাতা : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের দুই দিন ব্যাপি ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামী কাল রবিবার। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবারের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে ২২ জন ভর্তিচ্ছু। এদিকে ভর্তিচ্ছুদের স্বাগত জানাতে নতুন রুপে সেজেছে ক্যাম্পাস। সরে জমিনে দেখাযায়, ক্যাম্পাসের প্রধান-প্রধান সড়কে আলপনা, সড়কের দুই পাশের গাছে চুনকাম করা হয়েছে। মাঠ-ঘাট থেকে ঝোপ-ঝাড় পরিষ্কার করা হয়েছে। জানা যায়, আসন্ন ভর্তি পরীক্ষায় ৩৩টি বিভাগে ২২৭৫ টি আসনের বিপরীতে আবেদন করেছে ৪৮ হাজার ৭১৯ জন শিক্ষার্থী। এদের মধ্যে ‘এ’ ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে ১৯৯৬ জন, ‘বি’ ইউনিটে ১০৩৫টি আসনের বিপরীতে ২১২০৮ জন, ‘সি’ ইউনিটে ৪৫০টি আসনের বিপরীতে ৭১৪৭ জন এবং ‘ডি’ ইউনিটে ৫৫০টি আসনের বিপরীতে ১৮৩৬৮জন শিক্ষার্থী। প্রতিদিন ৪ শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ১ম শিফট সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা, ২য় শিফট বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা, ৩য় শিফট দুপুর ২টা থেকে ৩টা এবং ৪র্থ শিফট বিকাল ৪টা থেকে ৫ টা পর্যন্ত। পরীক্ষার প্রথম দিন রোববার ১ম শিফটে ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদভূক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওইদিন ২য় শিফটে ‘মানবিক ও সামাজিক বিজ্ঞান’ অনুষদ এবং ‘আইন ও শরিয়াহ’ অনুষদভূক্ত ‘বি’ ইউনিটের রোল ০০০০১ থেকে ০৭১৫৫, ৩য় শিফটে ০৭১৫৬ থেকে ১৪৩১০ এবং ৪র্থ শিফটে রোল ১৪৩১১ থেকে অবশিষ্টদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার দ্বিতীয় দিন সোমবার ১ম শিফটে ‘ব্যবসায় প্রশাসন’ অনুষদভূক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। একইদিন ২য় শিফটে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের রোল ০০০০১ থেকে ০৭১৫৫, ৩য় শিফটে রোল ০৭১৫৫ থেকে ১৪৩১০ এবং ৪র্থ শিফটে রোল ১৪৩১১ থেকে অবশিষ্টদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবছর ১২০ নম্বরের পরীক্ষায় এমসিকিউ অংশে ৬০ ও লিখিত পরীক্ষায় থাকবে ২০ নম্বর। এছাড়া এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ভিত্তিতে থাকবে (২০+২০=৪০) নম্বর। উল্লেখ্য, এমসিকিউ অংশে নেগেটিভ মার্কস থাকলেও লিখিত অংশে কোন নেগেটিভ মার্কস থাকবে না। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে জানা যাবে। ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্নর বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান বলেন, সম্পূর্ণ নিচ্ছিদ্র নিরাপত্তা বলায় আমরা তৈরী করেছি। আশা করছি দেশের যেকোন প্রন্তের লোক-জন এসে সমপূর্ণ নিরাপদে সততা ও সচ্ছতার সাথে পরীক্ষা দিয়ে যেতে পারবে। একুশে সংবাদ // এস.নাঈম // ০৩.১১.২০১৮
Link copied!