AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইবিতে ‘ল’ অ্যাওয়ারনেস সেন্টারের নতুন কমিটি


Ekushey Sangbad

০২:৩২ পিএম, জুলাই ১০, ২০১৮
ইবিতে ‘ল’ অ্যাওয়ারনেস সেন্টারের নতুন কমিটি

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক সচেতনতা মুলক সংগঠন ‘ল’ অ্যাওয়ারনেস এন্ড ভ্যালুস ডেভলপমেন্ট সেন্টারের নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার (১০ জুলাই) সংগঠনটির উপদেষ্টা ও আইন ও শরীয়াহ অনুষদের ডিন প্রফেসর ড. রেবা মন্ডল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কমিটিতে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলাম কে সভাপতি এবং আইন বিভাগের শিক্ষার্থী মারুফ ওহাব কে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে অন্যান্যরা হলেন সহ সভাপতি মমিনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মিথিলা ফারজানা, সাংগঠনিক সম্পাদক নুসরাত মাহবুবা, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক আল-আমিন মিলন, প্রচার সম্পাদক মাহবুব আলম, শিক্ষা ও গবেষণা সম্পাদক নিশাত নাবিলা তন্বী,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর রহমান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মঞ্জুরুল ইসলাম, সাংস্কৃতি সম্পাদক প্রিয়াঙ্কা বোস রাখী প্রমূখ। এবং পর্যক্ষেক সদস্য হিসেবে কমিটিতে আছেন এস মাহফুজুর রহমান ও জুয়েল হোসেন তনু। জানা যায়, ২০১৪ সালে শিক্ষার্থীদের আইন সম্পর্কে সচেতেন করার লক্ষে প্রফেসর ড. রেবা মন্ডল সংগঠনটি প্রতিষ্ঠা করেন। সংগঠনটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। ইতোমধ্যে সংগঠনটি ২০ টির বেশি স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে আইন সচেতনতা, মূল্যবোধ ও বিভিন্ন মটিভেশনাল সভা ও সেমিনারের আয়োজন করেছে। সংগঠনটির পরিচালক ও আইন ও শরীয়াহ অনুষদের ডিন প্রফেসর ড. রেবা মন্ডল বলেন, শিক্ষার্থীদের আইন সম্পর্কে সচেতেন করে নৈতিক ভাবে সমৃদ্ধ করার লক্ষে ২০১৪ সাল থেকে আমরা কার্যক্রম শুরু করেছি। যদি শিক্ষার্থীদের ছোট থেকেই নৈতিক মুল্যবোধ জাগ্রত হয় তাহলে দুর্নীতি প্রবনতা কমে যাবে এবং আমাদের দেশ উন্নত হবে। একুশে সংবাদ // এস.নাঈম // ১০.০৭.২০১৮
Link copied!