AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পিরোজপুরে ছড়িয়ে পড়েছে ডায়রিয়া


Ekushey Sangbad

১২:০৪ পিএম, মে ২৭, ২০১৮
পিরোজপুরে ছড়িয়ে পড়েছে ডায়রিয়া

একুশে সংবাদ : গত দুই সপ্তাহে পিরোজপুরের সাত উপজেলায় হঠাৎ করেই ব্যাপকভাবে ডায়রিয়ার প্রভাব ছড়িয়ে পড়েছে। সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ডায়রিয়া রোগীর ভীড়ে তিল ধারনের ঠাঁই নেই। শিশু ও বৃদ্ধদের যায়গার সংকুলান না হওয়ায় অনেকেই মেঝেতে স্থান করে নিয়েছে। চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন নার্স ও চিকিৎসকরা। হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. ননী গোপাল রায় জানান, গত এক সপ্তাহে শুধুমাত্র সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে ২৯৬ জন রোগী, আর ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে আরও ৪৭ জন রোগী। ডায়রিয়া ওয়ার্ডে মাত্র সাত জন রোগী ভর্তির সক্ষমতা থাকলেও সেখানে বর্তমানে ভর্তি রয়েছে ৪৫ জন রোগী বলে জানান ওই চিকিৎসক। হাসপাতালের ডায়রিয়া নিয়ন্ত্রণ বিভাগ সূত্র জানায়, গত সাত দিনে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯শ’ ৬ জন হলেও বেসরকারি সূত্রে জেলায় ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা প্রায় ১ হাজার ৬শ’ ৩০ জন। এদিকে, সদর হাসপাতালে আইভি স্যালাইনের যথেষ্ট অভাব রয়েছে বলে হাসপাতাল বিভাগ থেকে দাবী করা হয়েছে। বর্তমানে দুর্যোগকালীন সময়ে ৫শ’ সিসি আইভি স্যালাইনের কোন মজুদ নেই বলে জানান স্টোরকিপার আক্তারুজ্জামান সোহেল। আর ১ হাজার সিসি আইভি স্যালাইন রয়েছে মাত্র ১শ’ পিস। ভর্তিকৃত জরুরী ডায়রিয়া রোগীদেরকে প্রথমবার একটি আইভি স্যালাইন দেয়া হলেও পরবর্তীতে তাদেরকে দ্বিগুণ বা তিনগুণ চড়া মূল্যে বাজার থেকে আইভি স্যালাইন ক্রয় করতে হচ্ছে। জানা যায়, জেলার সাত উপজেলায় ডায়রিয়া ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে, ঘণ্টায় ঘণ্টায় রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। হাসপাতালে খাবার স্যালাইন ও ওষুধের সংকট দেখা দিয়েছে। স্বজনদের চড়া দামে বাইরের থেকে ওষুধ কিনে হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে। প্রতিদিন এ সংখ্যা বেড়েই চলছে। চিকিৎসা নিতে এসে স্থান সংকুলান না হওয়ায় রোগীরা বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে। আরএমও জানিয়েছেন, অতিরিক্ত তাপমাত্রা ও বিশুদ্ধ পানির অভাবে রোগীরা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। হটাৎ করে ডায়রিয়া প্রকট আকার ধারণ করায় সরবারহকৃত স্যালইন সংকট দেখা দিলেও পর্যাপ্ত পরিমান স্যালাইন উর্দ্ধতন কর্তপক্ষের কাছে চাওয়া হয়েছে। একুশে সংবাদ // এস.আলো // ২৭.০৫.২০১৮
Link copied!