AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বান্দরবানের লামা-ফাঁসিয়াখালী সড়কে ডাকাতি: আহত ৮


Ekushey Sangbad

১২:৪৫ পিএম, জুন ২০, ২০১৭
বান্দরবানের লামা-ফাঁসিয়াখালী সড়কে ডাকাতি: আহত ৮

একুশে সংবাদ : বান্দরবানের লামা-ফাঁসিয়াখালী সড়কে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার রাতে সড়কের মিরিঞ্জার টপ এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা ফাঁসিয়াখালীগামী ২টি মোটর সাইকেল, ১টি জিপ গাড়ি ও লামাগামী ১টি জিপ গাড়ির গতিরোধ করে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। এ ঘটনায় ডাকাত সদস্যের হামলায় ৮ যাত্রী আহত হন। আহতরা হলেন মো. কায়েস উদ্দিন (৩৩), আবুল বশর (৩০), আনোয়ার হোসেন (২৪), গাড়িচালক কাজল (২২), মো. আলামিন (২০), মো. আয়েজ উদ্দিন (৩৪), সামশুল ইসলাম (৪৫) ও নুর সালাম (৫০)। আক্রান্তরা জানান, অস্ত্রেশস্ত্রে সজ্জিত ৭-৮ জনের মুখোশধারী ডাকাত দল সোমবার রাত সাড়ে ১০টার দিকে সড়কের মিরিঞ্জা পাহাড়ের ১২ মাইলের টেকে বেরিকেড দেয়। এ সময় ডাকাতরা একে একে সড়কের উভয় দিক থেকে আসা মোটরসাইকেলসহ ৮টি যাত্রীবাহী জিপ গাড়ির গতিরোধ করে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল সেট, স্বর্ণের চেইনসহ লক্ষাধিক টাকার মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। যাত্রীরা প্রতিবাদ করলে ডাকাতরা ৮ যাত্রীকে মারধর করে আহত করে। পরে খবর পেয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক মাহাবুবুর রহমানের নেতৃত্বে এক দল পুলিশ ঘটনাস্থলে এগিয়ে গেলে ডাকাতরা পালিয়ে যায়। এ বিষযে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, ডাকাতির খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে। একুশে সংবাদ // পপি // বিবা // ২০.০৬.১৭
Link copied!