AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতকে ২৬৫ রানের টার্গেট দিলো বাংলাদেশ


Ekushey Sangbad

০৭:৫৬ পিএম, জুন ১৫, ২০১৭
ভারতকে ২৬৫ রানের টার্গেট দিলো বাংলাদেশ

একুশে সংবাদ : চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শক্তিশালী ভারতকে ২৬৫ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬৪ রান সংগ্রহ করে টাইগাররা। টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই ওপেনার সৌম্য সরকারকে হারিয়ে শুরুতেই হোঁচট খায় টাইগাররা। এরপর তামিমের সাথে জুটি বাঁধতে ক্রিজে আসেন সাব্বির রহমান। ব্যাটিংয়ে নেমেই দুর্দান্ত কয়েকটি শর্ট খেলেন সাব্বির। কিন্তু তিনিও বেশিক্ষণ স্থায়ী হলেন না । ব্যক্তিগত ১৯ রানে সাজঘরে ফেরেন তিনি। মাত্র ৩২ রানে ২ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় বাংলাদেশ। সেই অবস্থান থেকে দলকে টেনে তুলতে ব্যাটিংয়ে নামে মুশফিক। তামিম-মুশফিকের জুটি ১২৩ রান করে। এরপর ব্যক্তিগত ৭০ রানের মাথায় জাদবের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তামিম। এরপর মুশফিকের সাথে জুটি বাধতে মাঠে নামেন সাকিব আল হাসান। ব্যক্তিগত ১৫ রানের মাথায় আউট হয়ে যান তিনি। তার কিছুক্ষণ পরই ব্যক্তিগত ৬১ রানের মাথায় আউট হয়ে যান মুশফিক। এরপর ব্যাটিংয়ে নেমে খুব একটা সুবিধা করতে পারেননি সৈকত। ব্যক্তিগত ১৫ রানের মাথায় তিনিও আউট হয়ে যান। মাহমুদউল্লাহর সাথে ব্যাট করতে ক্রিজে এসেছেন অধিনায়ক মাশরাফি। তবে অধিনায়কের সাথে বেশি সময় ক্রিজে থাকতে পারেননি তিনি। ব্যক্তিগত ২১ রান করেই আউট হয়ে যান। এরপর মাশরাফির সাথে ব্যাট করতে মাঠে নামেন তাসকিন। মাশরাফি ৩০ ও তাসকিন আহমেদ ১১ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), জিটিভি, মাছরাঙা ও স্টার স্পোর্টস-১ ম্যাচটি সরাসরি প্রচার করছে। এদিকে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধসে নিহতদের স্মরণে আজ কালো ব্যাজ পরে খেলতে নেমেছে বাংলাদেশ জাতীয় দল। পাহাড় ধসে মৃত্যুতে বুধবার শোক প্রকাশ করেছিলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দুই দল এ পর্যন্ত ওয়ানডেতে ৩২ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৫টি ম্যাচ। বিপরীতে ভারত জিতেছে ২৬টি ম্যাচে। তবে শেষ তিন ম্যাচের দুটিতেই জিতেছে বাংলাদেশ। বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি মুর্তজা, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান। ভারত দল: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি *, যুবরাজ সিং, এমএস ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবেনশ্বর কুমার, জাসপ্রিত সিং বুমরা। একুশে সংবাদ // পপি // বিবা // ১৫.০৬.১৭
Link copied!