AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বেলকুচিতে চাঁদা না দেওয়ায় ব্যাবসায়ীকে কুপিয়েছে সন্ত্রাসী


Ekushey Sangbad

০৪:৫৩ পিএম, অক্টোবর ১৭, ২০১৬
বেলকুচিতে চাঁদা না দেওয়ায় ব্যাবসায়ীকে কুপিয়েছে সন্ত্রাসী

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে চাঁদার দাবিতে এক তাঁত ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে এক চিহিৃত সন্ত্রাসী। আহত ব্যবসায়ী সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় থানায় অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, বেলকুচি উপজেলাধীন এনায়েতপুরের গোপালপুর মহল্লার হাজী হেলাল উদ্দিনের ছেলে বিশিষ্ট তাঁত ব্যবসায়ী হাফেজ আব্দুল আউয়ালের নিকট বেশ কয়েকদিন আগে থেকে একই এলাকার এন্তাজ আলীর ছেলে শহিদুল ইসলাম মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল। দাবিকৃত চাঁদা না দেয়ায় বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ব্যবসায়ী আব্দুল আউয়ালকে বাড়ির সামনে পূর্ব থেকে উৎপেতে থাকা শহিদুল ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এসময় স্থানীয় জহুরুল ইসলাম, আনোয়ার মেকার ও ফরহাদ আলীসহ কয়েকজন এগিয়ে এলে সন্ত্রাসী শহিদুল পালিয়ে যায়। পরে গুরুত্বর আহত হাফেজ আব্দুল আউয়াকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জ সদর হাসপতালে নেয়া হয়।   স্থানীয় জহুরুল ইসলাম জানায়, এলাকার চিহিৃত চাঁদাবাজ ও সন্ত্রাসী শহিদুল এলাকার বিভিন্ন ব্যবসায়ীর নিকট থেকে নানা কৌশলে চাঁদা নিয়ে থাকে। তার দাবিকৃত টাকা না দেয়ায় হত্যার উদ্যোশে তিনি সন্ত্রাসী হামলা চালিয়েছিল। এদিকে আহত হাফেজ আব্দুল আওয়ালের বড় ভাই হাজী আলতাফ হোসেন বাদি হয়ে এনায়েতপুর থানায় অভিযোগ দায়ের করেন। মামলার দায়েরের সত্যতা স্বীকার করে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম বিশ্বাস বলেন, আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।   একুশে সংবাদ ডটকম//এমএ//১৭-১০-২০১৬
Link copied!