AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঠাকুরগাঁওয়ের আখানগরে ভোট কেনায় বাঁধা দেওয়ায় সংঘর্ষ, আহত-১০


Ekushey Sangbad

০৪:০৫ পিএম, মে ৪, ২০১৬
ঠাকুরগাঁওয়ের আখানগরে ভোট কেনায় বাঁধা দেওয়ায় সংঘর্ষ, আহত-১০

আল মাহামুদুল হাসান, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নে রাতের আধারে টাকা দিয়ে ভোট কেনায় বাঁধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় স্বতস্ত্র প্রার্থী নুরুল ইসলামের ১০জন কর্মী আহত হয়েছে। আহতরা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল চিকিৎসাধীর রয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১২টায় ওই ইউনিয়নের ডোটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন:- জামাল হোসেন (২৮), হযরত আলী (২৬), সুফি (৩২), আলম (৩০), খাদেমুল (২৮), সোহেল (২৬), আবু কালাম (৩২), সেমেল (৩৫), আরিফ হোসেন (২৫), আশির উদ্দীন (৩০)। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ১২টায় আখানগর ইউনিয়নের ডোটপাড়া এলাকায় স্বতন্ত্র প্রার্থী আমির হোসেন (ঘোড়া মার্কা) এর লোকজন টাকার বিনিময়ে ভোট কিনতে আসে। এসময় অপর স্বতস্ত্র প্রার্থী নুরুল ইসলাম ট্যাবলেট (আনারস মার্কা) এর লোকজন তাদেরকে বাঁধা দেয়। এসময় স্বতন্ত্র প্রার্থী আমির হোসেনের ছেলে কিবরিয়ার নেতৃত্বে তাঁর লোকজন ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে নুরুল ইসলামের লোকজনের উপর হামলা চালায় এবং নুরুল ইসলামের অফিস ভাংচুর করে। এ ঘটনায় স্বতস্ত্র প্রার্থী নুরুল ইসলামের ১০জন কর্মী গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহরিয়ার বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে। এছাড়ও ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একুশে সংবাদ /এস/০৪-০৫-১৬
Link copied!