AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লক্ষ্মীপুরে জোড়া খুনের ঘটনায় একটি মামলা


Ekushey Sangbad

১০:৫৫ এএম, এপ্রিল ৩০, ২০১৬
লক্ষ্মীপুরে জোড়া খুনের ঘটনায় একটি মামলা

একুশে সংবাদ : লক্ষ্মীপুরে জোড়া খুনের ঘটনায় একটি মামলা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে ১৮ জনকে আসামি করে মামলাটি করা হয়। এ বিষয়ে জানতে চাইলে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, নিহত ইসমাইল হোসেনের ভাই মোরশেদ আলম বাদী হয়ে মামলাটি করেন। এতে ১০ জনের নাম উল্লেখ এবং আটজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ওসি বলেন, জোড়া খুনের ঘটনায় সন্দেহভাজনদের ধরতে পুলিশ উত্তর মজুপুর গ্রামে অভিযান চালায়। সেখান থেকে আজ ভোরে বেলাল হোসেন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে রাজীবপুর গ্রামের প্রয়াত সেকান্দর মিয়ার ছেলে ইসমাইল হোসেন মানিক (৪৫) ও শামছুল করিমের ছেলে কামরুল ইসলামকে (২৭) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত দুজন প্রতিবেশী এবং সম্পর্কে চাচা-ভাতিজা। নিহত কামরুলের মামা নূর আলম ও মানিকের স্বজনরা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে কে বা কারা মোবাইল ফোনে ওই দুজনকে ঘর থেকে ডেকে নেয়। এর পর তাঁরা আর ঘরে ফেরেননি। সকালে ওই গ্রামের নবী উল্লাহর দোকানের পাশে তাঁদের দুজনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে। একুশে সংবাদ /এস/৩০-০৪-১৬
Link copied!