AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নেপালী অধিনায়ক রাজু উপযুক্ত প্রমানের অভাবে পার পাচ্ছেন !


Ekushey Sangbad

১১:৫৩ এএম, ফেব্রুয়ারি ৩, ২০১৬
নেপালী অধিনায়ক রাজু উপযুক্ত প্রমানের অভাবে পার পাচ্ছেন !

একুশে সংবাদ : মুম্বাইয়ের দুই ক্রিকেটার জাভেদ খান ও কৌস্তব পাওয়ারের দাবি নেপালের অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক রাজু রিজালই ২০১৫ সালে তাদের মুম্বাই অনূর্ধ্ব ১৫ দলকে নেতৃত্ব দেয়া রাজু শর্মা। সেই হিসেবে তার বয়স এখন ২৫-এর মত! তারপরও কিভাবে তিনি বাংলাদেশে চলমান অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে একটা দলের নেতৃত্ব নিয়ে খেলতে চলে আসেন? – এই প্রশ্নের উদয় হওয়া থেকেই বিতর্কের সূত্রপাত। আর এই বিতর্কে একটু হলেও নড়েচড়ে বসতে হল খোদ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে। যদিও উপযুক্ত তথ্য-প্রমাণের অভাবে পার পেয়ে যাচ্ছেন রাজু। কারণ, চলতি টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন) আইসিসির কাছে যে কাগজ-পত্র জমা দিয়েছে, তাতে সন্তুষ্ট সংস্থাটি। প্রটোকল অনুযায়ী প্রত্যেক বোর্ডের আইসিসিকে খেলোয়াড়দের পাসপোর্টের কপি, জন্ম নিবন্ধন সার্টিফিকেট জমা দিতে হয়। আর সেসব অনুয়ায়ী তিনি ১৯৯৬ সালের ২৬ সেপ্টেম্বর নেপালের ধানগাড়িতে জন্মেছেন রাজু। আইসিসি জানিয়েছে যে, তারা সিএএন-এর প্রধান নির্বাহী ও নেপাল দলের টিম ম্যানেজার সুদীপ শর্মার সাথে কথা বলেছে। আর তাতে সন্তুষ্ট হওয়ায় এই ইস্যুটাকে আপাতত ‘ক্লোজড’ রাখছে সংস্থাটি। এক বিবৃতিতে আইসিসি বলে ‘যেসব কাগজ-পত্র দেয়া হয়েছে সেটার বিরুদ্ধে উপযুক্ত কোন তথ্য-প্রমাণ নেই। তাই, সেটা না পাবার আ পর্যন্ত এই ব্যাপারটা নিয়ে আমরা আর মাথা ঘামাতে চাই না।’   একুশে সংবাদ ডটকম//এম এ //০৩-০২-২০১৬
Link copied!