AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এবার টিপু সুলতানকে নিয়ে বিজেপি নেতার টিপ্পনী


Ekushey Sangbad

০৮:১৫ পিএম, নভেম্বর ১৬, ২০১৫
এবার টিপু সুলতানকে নিয়ে বিজেপি নেতার টিপ্পনী

একুশে সংবাদঃ ব্রিটিশ ভারতের মহীশূর রাজ্যের শাসনকর্তা টিপু সুলতান ফরাসিদের দাস ছিলেন বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা সুব্রামনিয়াম স্বামী। আর সে কারণে ভারতের মাটিতে টিপু সুলতানের জন্মদিন পালন করার কোনো মানে নেই বলেও মনে করেন তিনি। ১৮ শতাব্দীতে কর্নাটক রাজ্যের মহীশূরে রাজত্ব করেছিলেন টিপু সুলতান। শৌর্যবীর্যের কারণে শের-ই-মহীশূর বা মহীশূরের বাঘ খেতাব পান তিনি। ইতিহাস প্রসিদ্ধ এই টিপু সুলতানের বিরুদ্ধে এবার জোর কটাক্ষ করলেন বিজেপি নেতা সুব্রামনিয়াম স্বামী। তিনি বলেন, টিপু সুলতান ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন ঠিকই, তবে সেই যুদ্ধ ভারতের স্বাধীনতার জন্য করেননি তিনি। টিপু সুলতান ফ্রান্সের সঙ্গে আঁতাত করেই ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। তাঁর সঙ্গে ভারতের স্বাধীনতার কোনো সম্পর্ক ছিল না বলেই মনে করেন স্বামী। সম্প্রতি ভারতের কর্নাটকে এক সভায় টিপু সুলতান প্রসঙ্গে মন্তব্য করেন স্বামী। কর্নাটকে এখনো টিপু সুলতানের যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। এ জন্য রাজ্য সরকার আগামী ২০ নভেম্বর টিপু সুলতানের জন্মজয়ন্তী পালনের সিদ্ধান্ত নিয়েছে। আর এই সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই টিপু সুলতানকে ঘিরে শুরু হয়েছে নানা বিতর্ক। এরই মধ্যে কর্নাটকের কোডাগু জেলায় টিপু সুলতানের জন্মজয়ন্তী পালনকে ঘিরে সংঘর্ষে নিহত হয়েছেন দুই জন। তার মধ্যেই এবারে টিপু সুলতানকে নিয়ে প্রকাশ্যে সমালোচনায় সরব হলো বিজেপি। বিজেপি নেতা সুব্রামনিয়াম স্বামীর মতে, ব্রিটিশদের হারাতে নেপোলিয়ান টিপুর সঙ্গে নাকি বন্ধুত্ব পাতিয়েছিলেন! কিন্তু শেষ পর্যন্ত ব্রিটিশদের হাতে হারতে হয়েছিল ফ্রান্সকে। আদতে ওই যুদ্ধে টিপু সুলতানের যে ভূমিকা ছিল তা স্রেফ ফরাসিদের প্রতি দাসত্ব বলেই মনে করেন স্বামী। তাঁর সাফ বক্তব্য, ভারতের স্বাধীনতা লড়াইয়ে টিপু সুলতানের এমন কোনো ভূমিকা ছিল না, যে ঘটা করে টিপুর জন্মজয়ন্তী পালন করতে হবে।     একুশে সংবাদ ডট কম/ আলম গীর হােসেন/ ১৬.১১.২০১৫
Link copied!