সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে ২৮৬ রানে প্রথম ইনিংসে গুটিয়ে গেছে আয়ারল্যান্ড। বাংলাদেশের হয়ে সর্বাধিক তিনটি উইকেট নিয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
দ্বিতীয় দিনের সকালে ৮ উইকেটে ২৭০ রান নিয়ে খেলা শুরু করে সফরকারীরা। তবে দিনের শুরুতেই তাইজুল ইসলাম ও হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৬ রান যোগ করতেই অলআউট হয় আইরিশরা।
প্রথম দিনের খেলা নিয়েই আসলে তাদের মূল লড়াই। দ্বিতীয় উইকেটে পল স্টারলিং ও কেড কারমাইকেল গড়েছিলেন ৯৬ রানের জুটি। স্টারলিং ৬১ বলে ফিফটি তুলে নিলেও শেষ পর্যন্ত ৬০ রানে নাহিদ রানার শিকার হন। অপরপ্রান্তে ফিফটি করা কারমাইকেল ৫৯ রানে মিরাজের বলে বিদায় নেন।
এছাড়া কার্টিস ক্যাম্ফার করেন ৪৪ এবং উইকেটরক্ষক লরকান টাকার ৪১ রান। শেষদিকে তাইজুলের লেগ বিফোরে জর্ডান নেইল ফিরলে ২৮৬ রানে শেষ হয় তাদের ইনিংস।
বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ নেন ৩ উইকেট, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও অভিষিক্ত হাসান মুরাদ প্রত্যেকে নেন ২টি করে উইকেট।
জবাবে ব্যাট হাতে ভালো সূচনা করেছে টাইগাররা। সর্বশেষ খবর অনুযায়ী, বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৩৭ রান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

