সদ্য ঘোষিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলামকে স্থায়ীভাবে বহিষ্কারসহ দলীয় সংকটের দ্রুত সমাধানের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলা কমিটির একাংশের নেতা-কর্মীরা। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে পদত্যাগ ও আবারও মাঠে নেমে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারী দিয়েছেন তারা।
সোমবার দুপুর ২টার দিকে মহানগরীর সিএনবি জুলাই স্মৃতিস্তম্ভের সামনে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনের শুরুতেই নেতারা গত ১ ডিসেম্বর রাজশাহী পর্যটন মোটেলে অনুষ্ঠিত কমিটির পরিচিতি সভায় সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম সাজু। তিনি অভিযোগ করে বলেন, “ব্যক্তিস্বার্থ হাসিলের লক্ষ্যে রাজশাহী এনসিপিকে নিয়ে যে নোংরামি চলছে, তা আমরা আর বরদাস্ত করব না। জাতীয় নাগরিক কমিটি বা জাতীয় নাগরিক পার্টি রাজশাহীতে প্রতিষ্ঠিত হয়নি—এই দলের পেছনে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের শ্রম-ঘাম-ত্যাগ। এই দলকে সামনে রেখে আর নোংরামি চলতে দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ এখনো পরিশ্রমীদের সম্মান দিতে শেখেনি। তাই আজ যোগ্যতার পরিবর্তে বয়সকে মূল্যায়ন করে আমাদের পিছিয়ে দেওয়া হয়েছে। রাজনীতি করি জনগণের জন্য, ব্যক্তিস্বার্থের জন্য নয়। কেন্দ্রীয় নেতাদের কাছে প্রশ্ন—যোগ্যতা কি শুধু বয়সে নির্ধারিত হয়?”
নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা উল্লেখ করে নাহিদুল ইসলাম সাজু বলেন, “১১ বছরের রাজপথের লড়াই, চ্যালেঞ্জ মোকাবিলা, এমনকি ক্রসফায়ারের আসামির মতো পরিস্থিতি পার হয়েছি। তবুও বয়সের অজুহাতে আমাকে এবং আমাদের অনেককে অবমূল্যায়ন করা হয়েছে। যারা মাঠে নেই, সংগ্রামে নেই, তারাই আজ বেশি যোগ্য বিবেচিত হচ্ছেন—এটা দুঃখজনক।”
তিনি কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, “রাজশাহী জেলা কমিটিকে যোগ্যতার ভিত্তিতে পুনর্মূল্যায়ন করুন। যেসব প্রতিবন্ধকতা আছে তা দূর করুন। অন্যথায় আমাদের অব্যাহতি দিন। আমরা লোভ-লালসার রাজনীতি চাই না। দলকে ধ্বংস করতেও দিতে পারব না।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলন নেতা আব্দুল বাসির, এনসিপির সাংগঠনিক সম্পাদক ইফাত উদ্দিন আবির, যুগ্ম সদস্য সচিব আব্দুল আলিম, সদস্য নিজাম উদ্দীন রেজা, আজিজুল ইসলামসহ অন্যান্য নেতা-কর্মীরা।
নেতারা জানান, দ্রুত সাংগঠনিক সংকট সমাধান না হলে তারা দলবল নিয়ে পদত্যাগ করবেন এবং রাজপথে নেমে আন্দোলনের ডাক দেবেন।
একুশে সংবাদ/ সা এ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

