কিশোরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি শরীফুল আলম।
শরীফুল আলম বলেন, শুধু স্বৈরাচারের দোসর ছাড়া যে কেউ বিএনপির সদস্য হতে পারবে। দাগি অপরাধী, বিতর্কিত, বদনামপ্রাপ্ত কেউ যেন সদস্য না হয় তা নিশ্চিত করতে হবে। কেউ যদি এসব শ্রেণির ব্যক্তি সদস্য করে, প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ইউনিটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, বিএনপি সদস্য সংগ্রহে ন্যূনতম লক্ষ্য ১ কোটি মানুষকে সদস্য করা হবে। অন্য রাজনৈতিক দল থেকে কেউ বিএনপিতে যোগ দিতে চাইলে সদস্য করা যেতে পারে—শুধু আওয়ামী লীগ ছাড়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহসভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিয়া, সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
একুশে সংবাদ/কি.প্র/এ.জে