দারুণ ছন্দে এগিয়ে যাচ্ছিলেন মুশফিকুর রহিম ও লিটন দাস। রানের গতি ছিল উজ্জ্বল—মাঝে মাঝে দৌড়ে, কখনো বাউন্ডারিতে। ৪০০ ছাড়ানো সংগ্রহের দিকে ছুটছিল বাংলাদেশ। তবে সেই ছন্দে ছেদ টেনেছে বৃষ্টি। গল টেস্টের দ্বিতীয় দিনের খেলা আপাতত বন্ধ রয়েছে।
বৃষ্টির আগে পর্যন্ত বাংলাদেশ ৪ উইকেটে সংগ্রহ করেছে ৪২০ রান। খেলা হয়েছিল ১৩০.২ ওভার। মুশফিক ১৫৯ *এবং লিটন ৬১* রানে অপরাজিত রয়েছেন।
সকালে ৩ উইকেটে ২৯২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার—নাজমুল হোসেন শান্ত (১৩৬) ও মুশফিকুর রহিম (১০৫)—উইকেটে নামেন আশাবাদ নিয়ে।
শান্তর দিকে নজর ছিল সবার। আশা করা হচ্ছিল, তিনি প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নেবেন। মুশফিকও চাইছিলেন, শান্ত পৌঁছান ২০০-তে। কিন্তু সে স্বপ্ন ধরা দিল না। ইনিংসের ২৭৯তম বলটিতে শান্ত ফিরেন ১৪৮ রান করে। পেসার আসিথা ফার্নান্দোর বলে ড্রাইভ করতে গিয়ে মিডঅফে ম্যাথিউজের হাতে ধরা পড়েন তিনি। তার ইনিংসে ছিল ১৫টি চার ও ১টি ছক্কার মার।
এই ইনিংসেই ভেঙে যায় শান্ত ও মুশফিকের গড়া ২৬৪ রানের চতুর্থ উইকেট জুটি। তবে পরে পঞ্চম উইকেটে ব্যাট হাতে হাল ধরেন মুশফিক ও লিটন। এ জুটিতে এসেছে অপরাজিত ১১১ রান। তবে তাদের এই দৃঢ়তায় বাধা হয়ে নামে বৃষ্টি।
বৃষ্টির কারণে খেলা থেমে গেলেও বাংলাদেশের সংগ্রহ এবং ব্যাটারদের দৃঢ়তায় ভর করে সফরকারীরা ভালো অবস্থানে রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

