বিরাট কোহলির সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন সাবেক ভারতীয় অধিনায়ক ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি। কোহলির প্রশংসা করে মাহি বলেছেন, শুরু থেকেই বিরাট দলের জন্য অবদান রাখতে চাইতেন। জিও হটস্টারের এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন মহেন্দ্র সিং ধোনি।
কোহলি যখন ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে আউট হয়ে যেতেন, সেই সময়কার কথা আলোচনা করেছেন ধোনি। মাহি জানিয়েছেন, শুরুতে বিরাট ও তার সম্পর্ক ছিল একজন অধিনায়ক ও তরুণ খেলোয়াড়ের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে।
ধোনি বলেন, আজও তাদের মধ্যে সেই বন্ধন অটুট রয়েছে এবং তাদের মধ্যে এখনও একজন সিনিয়র ও জুনিয়রের সম্মানের একটা লাইন আছে।
মহেন্দ্র সিং ধোনি, জিও হটস্টারে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘ওই সময় সে এসে বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা করত, বিশ্লেষণ করত যে সে অন্যভাবে কিছু করতে পারত কি না। উদাহরণস্বরূপ, রান তাড়া করার সময় যদি গুরুত্বপূর্ণ মুহূর্তে আউট হয়ে যেত, তাহলে বলত সে কি এক ওভার পরে ঝুঁকি নিতে পারত বা পরিস্থিতি অন্যভাবে সামলাতে পারত কি না। আমরা অনেক কথাবার্তা বলেছি, আর এতে দুজনেরই উপকার হয়েছে। আমাদের আলোচনা সবসময় খোলামেলা হত।’
এরপরে তিনি আরও বলেন, ‘কোনও একটি দৃষ্টিভঙ্গি ঠিক ছিল কি না বা কোনও বদল আনলে ভালো হত কি না, সেটা নিয়ে আলোচনা করতাম। শুরুতে এটি ছিল একজন অধিনায়ক ও তরুণ খেলোয়াড়ের সম্পর্ক। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। আজও সেই বন্ধন আছে, যদিও একজন সিনিয়র ও জুনিয়রের মধ্যে সম্মানের রেখা সবসময় থাকে। এখন যেহেতু আমরা কেউ অধিনায়ক নই, তাই ম্যাচের আগে আরও বেশি কথা বলার সুযোগ পাই। আগে টসের প্রস্তুতি নিতে হত, এখন আমরা শুধু দাঁড়িয়ে গল্প করতে পারি।’
বিরাট কোহলির রান করার ক্ষুধা নিয়েও আলোচনা করেছেন মহেন্দ্র সিং ধোনি। তিনি বলেছেন, কোহলি কখনও ৪০-৬০ রানে সন্তুষ্ট থাকতেন না, বরং সবসময় শতরান করতে এবং অপরাজিত থেকে মাঠ ছাড়তে চাইতেন। কোহলির ফিটনেস, ব্যাটিংয়ের উন্নতি এবং তার পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেছেন ‘ক্যাপ্টেন কুল’ ধোনি।
ধোনি আরও যোগ করে বলেন, ‘শুরু থেকেই বিরাট এমন একজন ছিল যে দলের জন্য অবদান রাখতে চেয়েছে। সে কখনও ৪০ বা ৬০ রানে সন্তুষ্ট থাকত না। তার লক্ষ্য থাকত শতরান করা এবং ম্যাচ শেষ পর্যন্ত অপরাজিত থাকা। এই সাফল্যের খিদে তার মধ্যে প্রথম থেকেই ছিল। যদি শ্রীলঙ্কা সিরিজের কথা বলি, তখন সে দলে ছিল, এরপর ফিরে গিয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে আসে। সে ব্যাটিং নিয়ে কাজ করত, ফিটনেস উন্নতি করা এবং পারফর্ম করার ইচ্ছা ও ক্রমাগত ভালো হওয়ার মানসিকতা, এগুলোই তাকে অন্যদের থেকে আলাদা করেছিল। সে সবসময় শেখার জন্য আগ্রহী ছিল।’
মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি এক দশকেরও বেশি সময় ভারতীয় দলের ড্রেসিংরুম ভাগ করে নিয়েছেন। ধোনির পর কোহলিই ভারতীয় দলের সর্বস্তরের অধিনায়ক হন। এবার দুজনেই পরস্পরের বিরুদ্ধে মুখোমুখি হতে চলেছেন ২৮ মার্চ, যখন চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল ২০২৫-এ মুখোমুখি হবে এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামে, চেন্নাইতে। গতবার যখন এই দুই দল মুখোমুখি হয়েছিল, তখন আরসিবি তাদের টানা ষষ্ঠ জয় তুলে নিয়েছিল। এই জয়ের ফলে চেন্নাইকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়ে প্লে-অফে জায়গা করে নিয়েছিল বেঙ্গালুরু।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :