AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাকিবের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে যা জানাল বিসিবি


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৬:৫৪ পিএম, ২০ মার্চ, ২০২৫
সাকিবের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে যা জানাল বিসিবি

তৃতীয়বারের চেষ্টায় বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করেছেন সাকিব আল হাসান। তাতে স্বীকৃত ক্রিকেটে বোলিং নিয়ে আর কোনো বাধা রইল না টাইগার অলরাউন্ডারের। ইংল্যান্ডে আইসিসি স্বীকৃত ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে বৈধতা ফিরে পেয়েছেন বাংলাদেশ ক্রিকেটের তারকা এই অলরাউন্ডার। এ বিষয়টি এবার নিশ্চিত করেছে বিসিবি।

বৃহস্পতিবার (২০ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘ গত ৯ মার্চ ইংল্যান্ডের লাফবরো বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশন পরীক্ষা দেন সাকিব। সর্বশেষ মূল্যায়নের ফলাফল অনুসারে, সাকিব তার বোলিং অ্যাকশন সংশোধন করেছেন এবং এর ফলে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড(ইসিবি) তাদের প্রতিযোগিতামূলক সব কাউন্টি ক্রিকেট এবং দ্যা হান্ড্রেড থেকে সাকিবের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে।‍‍`  

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইসিবি শিগগিরই নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে একটি বিস্তারিত মিডিয়া বিজ্ঞপ্তি আকারে জানাবে।

এর আগে গত বছর সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টি লিগে সমারসেটের বিপক্ষে একটি ম্যাচ খেলতে গিয়েই বোলিং অ্যাকশন নিয়ে ঝামলোয় পড়েন ৩৭ বছর বয়সী সাকিব। সেই ম্যাচে দুর্দান্ত বোলিং করে ভারতে টেস্ট সিরিজ খেলতে গিয়েছিলেন সাকিব। সিরিজ শেষেই খবর আসে সাকিবের বোলিং প্রশ্নবিদ্ধ হওয়ার।

এরপর বার্মিংহ্যামের লাফবোরো বিশ্ববিদ্যালয়ের ল‍্যাবে এবং চেন্নাইয়ে পরপর দুবার বোলিং অ্যাকশনের পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন সাকিব। স্বাভাবিকভাবেই যেকোনো পর্যায়ের ক্রিকেটে তার বোলিংয়ের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। সেই ত্রুটি সারাতে চলতি মাসে সাকিব কাজ করেছেন সারের কোচ গ্যারেথ ব্যাটির সঙ্গে। লম্বা সময় পর তার সুফলও পেলেন সাকিব।

এর মাঝে চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে ওয়ানডে ক্যারিয়ার শেষ করতে চাওয়া এই অলরাউন্ডারকে রাখা হয়নি স্কোয়াডে। সে সময় শুধু ব্যাটার সাকিবকে দলে রাখেননি নির্বাচকরা। এখন যেকোনো পর্যায়ের ক্রিকেটে বোলিং করার স্বাধীনতা পাওয়ায় আবার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোয় খেলতে পারবেন সাকিব।

একুশে সংবাদ/ এস কে

Shwapno
Link copied!