AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ১০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফাইনালে যে ৫ বিষয় ভারত-নিউজিল্যান্ড পার্থক্য গড়ে দিবে


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:৫৩ পিএম, ৮ মার্চ, ২০২৫
ফাইনালে যে ৫ বিষয় ভারত-নিউজিল্যান্ড পার্থক্য গড়ে দিবে

চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপার লড়াইয়ে আগামীকাল রোববার (৯ মার্চ) মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। টুর্নামেন্টে অপরাজিত থাকা ভারতকে ফাইনালের ফেভারিট মনে করা হচ্ছে। তবে নিউজিল্যান্ডও দুর্দান্ত ফর্মে আছে, যদিও তাদের একমাত্র হার ভারতের বিপক্ষেই। ফাইনালের ভাগ্য গড়ে দিতে পারে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়।   

ভারতের স্কোয়াডে শুরুতে না থাকলেও হঠাৎ করেই জায়গা পেয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন বরুণ চক্রবর্তী। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই ৫ উইকেট নেয়ার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে নিয়েছেন ২ উইকেট। মাত্র ৩টি ওয়ানডে খেলা এই স্পিনার ফাইনালে ভারতের জন্য বড় শক্তি হয়ে উঠতে পারেন। নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিডও মনে করেন, ফাইনালে বড় হুমকি হতে পারেন বরুণ।

নিউজিল্যান্ডের দুই ব্যাটিং স্তম্ভ কেইন উইলিয়ামসন ও রাচিন রবীন্দ্র লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন। উইলিয়ামসনের ধৈর্যশীল ব্যাটিং আর রবীন্দ্রর আগ্রাসী খেলা ফাইনালের গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে। এই দুই ভিন্নধর্মী ব্যাটসম্যানের পারফরম্যান্স ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।

সাম্প্রতিক সময়ে বড় রান পাননি রোহিত শর্মা, তবে তার ইনিংসের স্ট্রাইক রেট ভারতের শুরুটা কীভাবে হবে তা নির্ধারণ করতে পারে। শেষ পাঁচ ইনিংসে সর্বোচ্চ ৪১ রান করলেও তিন বছর ধরে ওয়ানডেতে টি-টোয়েন্টির মতো ব্যাটিং করছেন তিনি। ১১৮.৭৭ স্ট্রাইক রেটে ব্যাট করা রোহিত শুরুতে কিছুক্ষণ টিকে গেলে ভারতকে দারুণ সূচনা এনে দিতে পারেন।  

নিউজিল্যান্ডের পেস আক্রমণের নেতা ম্যাট হেনরি চোটের কারণে ফাইনালে অনিশ্চিত। টুর্নামেন্টে সর্বোচ্চ ১০ উইকেট নেয়া হেনরি ২০২৩ সাল থেকে ধারাবাহিক পারফর্ম করছেন। তার অনুপস্থিতি নিউজিল্যান্ডের বোলিং লাইনআপে বড় ধাক্কা হতে পারে।

ফাইনালের ভেন্যু দুবাইয়ের উইকেট ধীরগতির ও স্পিনারদের সহায়ক। ভারত পুরো টুর্নামেন্টে এখানেই খেলেছে, ফলে তাদের জন্য এটি সুবিধাজনক হতে পারে। তবে নিউজিল্যান্ডও এখানকার অভিজ্ঞতা রাখে। ব্যাটিং বান্ধব পাকিস্তানের উইকেটে ৩৬২ রান করা কিউইদের জন্য দুবাইয়ের ধীর উইকেট চ্যালেঞ্জ হতে পারে।

ফাইনালের উত্তেজনার মঞ্চ প্রস্তুত, এখন দেখার অপেক্ষা কে জিতে নেয় চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা!

একুশে সংবাদ/ এস কে

Link copied!