AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যবিপ্রবিতে জুলাই বিপ্লব মঞ্চের নেতৃত্বে তপু-শিহাব



যবিপ্রবিতে জুলাই বিপ্লব মঞ্চের নেতৃত্বে তপু-শিহাব

জুলাই বিপ্লবের চেতনাকে জিইয়ে রাখা, ক্যাম্পাসে ফ্যাসিবাদী আগ্রাসনের জন্ম না নিতে দেওয়া, শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে সাহায্য করা, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত ক্যাম্পাস গড়ে তোলাসহ বেশ কয়েকটি লক্ষ্য নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আত্মপ্রকাশ করল ‘জুলাই বিপ্লব মঞ্চ’ নামে একটি অরাজনৈতিক সংগঠন। 

নবগঠিত এ সংগঠনের প্রথম কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ তপু ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই শিক্ষাবর্ষের কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী রাকিব হাসান সিহাব।

বুধবার (০২ জুলাই) বিকেল ৪টায় আগামী এক বছরের জন্য আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করেন জুলাই বিপ্লব মঞ্চের আহ্বায়ক, কেমিকৌশল বিভাগের শিক্ষার্থী সাব্বির খন্দকার। যবিপ্রবির স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের কনফারেন্সরুমে নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান। এ সময় উপস্থিত ছিলেন যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন মো. আমজাদ হোসেন ড. ইঞ্জি.।

কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি মো. প্রিন্স আহমেদ ও আহনাফ তাহমিদ বাঁধন, সহসাধারণ সম্পাদক মো. আলফি শাওর নীরব ও মো. আশিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. সামিউল আলীম সামি, সহসাংগঠনিক সম্পাদক ইফতিয়ার রহমান ইমন ও মো. মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক মো. মাহফুজুর রহমান, অর্থ সম্পাদক সাকলাইন মুস্তাক, সহঅর্থ সম্পাদক আল মামুন ভূঁইয়া ও সাইরাস সালাদিন সিয়াম, শিক্ষা ও গবেষণা সম্পাদক মো. মাসফি চৌধুরী অরিন, সহশিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খালিল ও মো. আশিকুর রহমান, মানবাধিকার সম্পাদক সাকিব আল হক, আইন ও শৃঙ্খলা সম্পাদক হানিফ আহমেদ, মিডিয়া ও প্রচার সম্পাদক তাহসিন আরাফাত, সহমিডিয়া ও প্রচার সম্পাদক শেখ আবু সুফিয়ান, কাইউম কাউসার আমিন ও রিফাত আহমেদ, নারী বিষয়ক সম্পাদক ফারিহা সুলতানা, ক্রীড়া সম্পাদক মুরশিদ আলম, কার্যকরী সদস্য মো. আলামিন, তাসনিম বিন নাসিম, মো. নাইমুর রহমান নাঈম ও আহমদ উল্লাহ।

নবগঠিত কমিটির সভাপতি মো. তপু ইসলাম বলেন, আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি, যখন যবিপ্রবির মতো উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে সত্যের পক্ষে উচ্চারণ করাটাই একটা সাহসিকতা। কিন্তু ইতিহাস বলে—প্রত্যেক বড় পরিবর্তনের শুরু হয় কিছু সাহসী মানুষের হাত ধরে। ‘জুলাই বিপ্লব মঞ্চ’ সেই সাহসের নাম, যেটি ২০২৪ সালের রক্তক্ষয়ী জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান থেকে পাওয়া শিক্ষা ও প্রেরণায় গঠিত। আমাদের মূল মন্ত্র—ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম, ন্যায্য অধিকার আদায়ের ঐক্য, ও গণতান্ত্রিক চেতনার বিকাশ। আমাদের লক্ষ্য আটটি—যেখানে রয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অধিকার আদায়ের লড়াই, শিক্ষাবান্ধব, স্বচ্ছ ও গণতান্ত্রিক ক্যাম্পাস গড়ার অঙ্গীকার। আমরা দুর্নীতি ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াব, প্রতিবাদের পাশাপাশি প্রস্তাব ও বিকল্প পথও দেখাব। সাংস্কৃতিক কর্মকাণ্ড, বুদ্ধিবৃত্তিক চর্চা ও সামাজিক উদ্যোগের মাধ্যমে গড়ে তুলব এক নতুন ছাত্রজাগরণ।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!