AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৬ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আম্পায়ার থাকবেন যারা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:১৭ পিএম, ৭ মার্চ, ২০২৫
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আম্পায়ার থাকবেন যারা

শেষের পথে চ্যাম্পিয়ন্স ট্রফি আর মাত্র একটি ম্যাচ। আগামী রোববার (৯ মার্চ) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড।এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কারা আম্পায়ারের দায়িত্ব পালন করবেন তার তালিকা প্রকাশ করেছে আইসিসি।  

দুবাইয়ে রোববার অনুষ্ঠিত হতে যাওয়া হাইভোল্টেজ ফাইনালে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন পল রাইফেল ও রিচার্ড ইলিংওয়ার্থ। দুজনই আইসিসির এমিরেটস এলিট প্যানেলভুক্ত আম্পায়ার এবং ইতিমধ্যেই সেমিফাইনাল ম্যাচ পরিচালনা করেছেন।  

ইলিংওয়ার্থ ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালের দায়িত্বে ছিলেন, যেখানে ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালের টিকিট কাটে। অন্যদিকে, পল রাইফেল নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে দায়িত্ব পালন করেন, যেখানে ব্ল্যাক ক্যাপসরা ৫০ রানে জয়ী হয়।

চারবারের আইসিসি বর্ষসেরা আম্পায়ার ইলিংওয়ার্থ এর আগে ২০২৩ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া, চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে ভারত-নিউজিল্যান্ড ম্যাচেও তিনি ছিলেন অন-ফিল্ড আম্পায়ার।

ফাইনালে তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন। আর চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা। ম্যাচ রেফারি হিসেবে থাকছেন রঞ্জন মাদুগালে। যিনি আইসিসির এলিট প্যানেলের অন্যতম অভিজ্ঞ সদস্য।


একুশে সংবাদ/ এস কে

Link copied!