উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর সব দল চূড়ান্ত হয়ে গেছে। আগামীকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সুইজারল্যান্ডের নিওনে হাউস অব ইউরোপিয়ান ফুটবলে বাংলাদেশ সময় বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে শেষ ষোলোর ড্র।
বাছাই করা দল (লিগ পর্বের শীর্ষ ৮ দল)
লিভারপুল (১)
বার্সেলোনা (২)
আর্সেনাল (৩)
ইন্টার মিলান (৪)
অ্যাথলেটিকো মাদ্রিদ (৫)
বায়ার লেভারকুসেন (৬)
লিল (৭)
অ্যাস্টন ভিলা (৮)
অবাছাইকৃত দল (প্লে-অফ থেকে উঠে আসা ৮ দল)
বরুসিয়া ডর্টমুন্ড (১০)
রিয়াল মাদ্রিদ (১১)
বায়ার্ন মিউনিখ (১২)
পিএসভি (১৪)
পিএসজি (১৫)
বেনফিকা (১৬)
ফেইনুর্ড (১৯)
ক্লাব ব্রুগা (২৪)
কীভাবে ড্র হবে?
লিগ পর্বের অবস্থান অনুযায়ী দলগুলো চারটি গ্রুপে ভাগ করা হয়েছে।
১ ও ২ নম্বর দল (লিভারপুল, বার্সেলোনা) ১৫ থেকে ১৮ নম্বর দলের মধ্যে (পিএসজি, বেনফিকা) একটি দল পাবে।
৩ ও ৪ নম্বর দল (আর্সেনাল, ইন্টার মিলান) ১৩, ১৪, ১৯ বা ২০ নম্বর দলের মধ্যে (পিএসভি, ফেইনুর্ড) একটি দল পাবে।
৫ ও ৬ নম্বর দল (আতলেতিকো, লেভারকুসেন) ১১, ১২, ২১ ও ২২ নম্বর দলের মধ্যে (রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ) একটি দল পাবে।
৭ ও ৮ নম্বর দল (লিল, অ্যাস্টন ভিলা) ৯, ১০, ২৩ ও ২৪ নম্বর দলের মধ্যে (বরুসিয়া ডর্টমুন্ড, ক্লাব ব্রুগা) একটি দল পাবে।
শেষ ষোলোর সম্ভাব্য লাইনআপ
লিভারপুল/বার্সেলোনা বনাম পিএসজি/বেনফিকা
লিল/অ্যাস্টন ভিলা বনাম বরুসিয়া ডর্টমুন্ড/ক্লাব ব্রুগা
অ্যাথলেটিকো/লেভারকুসেন বনাম রিয়াল মাদ্রিদ/বায়ার্ন মিউনিখ
আর্সেনাল/ইন্টার মিলান বনাম পিএসভি/ফেইনুর্ড
কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে পারে যারা
(লিভারপুল/বার্সেলোনা-পিএসজি) বনাম (লিল/অ্যাস্টন ভিলা-ক্লাব ব্রুগা)
(অ্যাথলেটিকো/লেভারকুসেন-রিয়াল মাদ্রিদ) বনাম (আর্সেনাল/ইন্টার মিলান-পিএসভি)
(লিভারপুল/বার্সেলোনা-বেনফিকা) বনাম (লিল/অ্যাস্টন ভিলা-বরুসিয়া ডর্টমুন্ড)
(অ্যাথলেটিকো/লেভারকুসেন-বায়ার্ন মিউনিখ) বনাম (আর্সেনাল/ইন্টার মিলান-ফেইনুর্ড)
সেমিফাইনালের লাইনআপ
কোয়ার্টার ফাইনাল ১ বনাম কোয়ার্টার ফাইনাল ২
কোয়ার্টার ফাইনাল ৩ বনাম কোয়ার্টার ফাইনাল ৪
ফাইনাল
৩১ মে, মিউনিখ
ড্র কোথায় দেখা যাবে?
সনি স্পোর্টস, টেন ২, উয়েফার ওয়েবসাইট ও অফিসিয়াল প্ল্যাটফর্মে লাইভ দেখা যাবে।
একুশে সংবাদ/ এস কে