চ্যাম্পিয়ন্স ট্রফির আজকের ম্যাচে একাদশে জায়গা পাননি মাহমুদউল্লাহ রিয়াদ। ভারতের বিপক্ষে তার বদলে স্কোয়াডে সুযোগ পেয়েছেন জাকের আলী।
বর্তমানে দুবাইয়ে অবস্থান করা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ২ শীর্ষ কর্তা দেশের একটি বেসরকারি গণমাধ্যমকে জানিয়েছেন, মাহমুদউল্লাহর ডান কাফের (পায়ে) মাসলে ব্যথা। তাই তাকে খেলানো হয়নি।
যদিও এমন গুঞ্জনও শোনা যাচ্ছে, টিম কম্বিনেশনের কারণেই বাদ পড়েছেন রিয়াদ। তাকে রাখলে জাকের আলী বা তাওহিদ হৃদয়ের মধ্যে একজনকে বাদ দিতে হতো। টিম ম্যানেজম্যান্ট সম্ভবত দুই তরুণকেই খেলাতে চেয়েছে। তাই বিশ্রাম দেওয়া হয়েছে মাহমুদউল্লাহকে।
প্রায় ১৪ মাস পর মাহমুদউল্লাহকে ছাড়া ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে দলের ভরাডুবিতেও ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন রিয়াদ। অভিজ্ঞ এই ব্যাটারের না থাকা নিয়ে টসের সময় কিছু বলেননি টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পরে ধারাভাষ্যে বলা হয়েছে, হালকা চোট রয়েছে।
বয়স বাড়লেও এখনও দলের ভরসার নাম মাহমুদউল্লাহ। সবশেষ বিপিএলেও ব্যাট হাতে ছিলেন দারুণ ছন্দে। অভিজ্ঞতা আর ফর্মের বিচারে মাহমুদউল্লাহর চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পাওয়াটা অনুমিতই ছিল।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :