AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রোহিত-বাটলারদের হাতে কালো নয় সবুজ ব্যান্ড! জানা গেলো আসল কারণ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:৫২ পিএম, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
রোহিত-বাটলারদের হাতে কালো নয় সবুজ ব্যান্ড! জানা গেলো আসল কারণ

যখন রোহিত শর্মা ও জোস বাটলার আমদাবাদে তৃতীয় ভারত বনাম ইংল্যান্ড ওডিআই ম্যাচের জন্য টস করতে মাঠে নামেন, তখন এক অনন্য দৃশ্য দেখা যায়। দুই অধিনায়কের বাহুতেই একটি ব্যান্ড ছিল, তবে তা কালো রঙের ছিল না। সাধারণত, ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরে থাকেন কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তির মৃত্যুতে শ্রদ্ধা জানাতে। তবে এই সবুজ আর্মব্যান্ড একটি বৃহত্তর উদ্দেশ্যকে প্রতিনিধিত্ব করছিল। অঙ্গদান সচেতনতা, যা আমদাবাদ ম্যাচের আগে বিসিসিআই-এর তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছিল।  

ভারতীয় ক্রিকেট দল শহরে একটি অঙ্গদান প্রচার চালাচ্ছিল, যা তৃতীয় ওডিআই-এর সঙ্গে সংযুক্ত। একজন অঙ্গদাতা তার অঙ্গ দানের মাধ্যমে সর্বোচ্চ আটটি জীবন বাঁচাতে পারেন। আসলে, ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর ইতিমধ্যেই ‘Get a Life’ উদ্যোগের সূচনার সময় তার অঙ্গ দানের প্রতিশ্রুতি দিয়েছেন, এবং বিরাট কোহলি, শুভমন গিল, মহম্মদ শামি সহ অন্যান্য খেলোয়াড়রা বিসিসিআই-এর পোস্ট করা একটি ভিডিয়োতে এই উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছেন।

বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, ‘উভয় দল সবুজ আর্মব্যান্ড পরেছে বিসিসিআই-এর ‘Donate Organs, Save Lives’ উদ্যোগকে সমর্থন জানাতে। এই উদ্যোগটি আইসিসি চেয়ারম্যান শ্রী জয় শাহর নেতৃত্বে পরিচালিত হচ্ছে,।’ টসের সময় অধিনায়কদের সঙ্গে উপস্থিত ছিলেন দুইজন অঙ্গপ্রত্যার্পণ প্রাপক—গুঞ্জন উমাং দানি, যিনি ফুসফুস প্রতিস্থাপন করেছেন এবং মিস দীপ্তি বিমল শাহ, যিনি কিডনি প্রতিস্থাপন করেছেন। তারা রোহিত ও বাটলারের পাশে দাঁড়িয়ে ছবি তোলেন। তবে আরও বড় বিষয় হল, বিসিসিআই-এর এই উদ্যোগের প্রতি তারা তাদের সমর্থন দেখিয়েছেন। এটি নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পুরো উদ্দীপনার সঙ্গে চলছে।

কমেন্ট্রি বক্সে থাকা সুরেশ রায়না এই উদ্যোগকে বলেন, ‘এটি প্রশংসার যোগ্য।’ তিনি আরও বলেন, ‘ভারতের চিকিৎসা সমাজ ও চিকিৎসকদের সাহায্য করতে বোর্ড যা করেছে তা সত্যিই প্রশংসনীয়। ভালো কাজ করেছে বিসিসিআই।’

ম্যাচের প্রসঙ্গে ফিরে গেলে, বাটলার টানা তৃতীয়বারের মতো টস জিতলেন এবং এবার ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন। এই ভেন্যুতে ভারত শেষবার প্রথমে ব্যাট করেছিল ১৯ নভেম্বর ২০২৩—একটি তারিখ যা কোনও ভারতীয় ক্রিকেট ভক্ত ভুলতে পারবে না, তবে আজ তারা নিশ্চিতভাবেই ভিন্ন এক ফলাফলের প্রত্যাশা করবে।

একুশে সংবাদ/ এস কে

 


 

 

 

Link copied!