চলতি বছর নিজেদের শেষ ম্যাচেও হারের বৃত্ত থেকে বেরোতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসেল ইউনাইটেডের কাছে ২-০ গোলে হারের স্বাদ নিয়ে মাঠ ছেড়েছে রেড ডেভিলরা।ওল্ড ট্রাফোর্ডে সোমবার (৩০ ডিসেম্বর) রাতে ম্যাচের চতুর্থ মিনিটে ইসাকের গোলে লিড নেয় নিউক্যাসেল। ১৯ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন জোলিন্টন।
টানা চার ম্যাচে জয়হীন থাকলো ইউনাইটেড। ১৯ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দলটি টেবিলের ১৪ নম্বরে অবস্থান করছে। দলের এমন পারফরম্যান্সে হতাশ ক্লাবটির সমর্থকরা।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

