AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ৯ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লিটন-তামিমকে নিয়ে যা বললেন প্রধান নির্বাচক


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৪:৫৯ পিএম, ১৬ ডিসেম্বর, ২০২৪
লিটন-তামিমকে নিয়ে যা বললেন প্রধান নির্বাচক

লিটন দাসের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে মিরপুরে সোমবার (১৬ ডিসেম্বর) প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন,‍‍`লিটনের ব্যাটিং নিয়ে তার আউট নিয়ে আমরা কনসার্ন। তবে যেহেতু সিরিজ চলছে এবং সে অধিনায়ক তাই মন্তব্য না করি। তবে যদি কোচ কিংবা টিম ম্যানেজমেন্ট মনে করে তাকে বিশ্রাম দেবে তাহলে সেটা তখন দেখা যাবে। দুটো ম্যাচ এখনও আছে।‍‍`

গাজী আশরাফ হোসেন লিপু আরও বলেন, ‘অধিনায়ক নির্বাচনে আমাদের কোন মতামত নেয়া হয় না। আমাদের কাজ দল নির্বাচন করা। কিছু প্রশ্নের উত্তর নেই আমাদের কাছে। যেমন সাকিব। তবে তামিম অ্যাভেলাবেল কিনা তা জানতে হবে।তামিম রান করছে খেলছে এটা দারুণ।’  

সম্প্রতি আলোচনায় এসেছেন তামিম ইকবাল। ৭ মাস পর এনসিএল টি-টোয়েন্টি দিয়ে মাঠে ফিরে নিজ বিভাগ চট্টগ্রামের হয়ে প্রথম ম্যাচে ১৩ রান করলেও এরপর থেকে নিয়মিত রান করছেন সাবেক এই অধিনায়ক। চার ম্যাচ খেলে করেছেন ১৯০ রান। গড় ও স্ট্রাইকরেট ৬৩.৩৩ ও ১৫০.৭৯। বরিশালের বিপক্ষে গতকাল ৫৪ বলে খেলেন ৯১ রান।

তবে মাঠে ফিরলেও তামিমের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার লক্ষ্য তার। কিন্তু এখনই তার দলে ফেরা কঠিন এমন ইঙ্গিত দিলেন লিপু, ‍‍`তামিম খেলা শুরু করেছেন এটা খুব আশার একটা আলো। আমার বিশ্বাস, খুব দ্রুত আমরা এটা অবহিত হতে পারব যে, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তিনি এভেইলেবল থাকবেন কিনা। যদি থাকেন তাহলে তো দারুণ। তামিমের বিষয়টা অনেক দিন ধরে... কেউ যদি আসলে নিজেকে সরিয়ে রাখার জায়গায় নিয়ে রাখে...। ‍‍`

‍‍`আপনারা জানেন আগে ভিন্ন একটা বোর্ড ছিল, মতপার্থক্য ছিল, অনেক বিষয় ছিল। আমার বিশ্বাস, এই নতুন বোর্ডের অধীনে একটা আশার আলো তো দেখাই যাচ্ছে যে, তিনি (তামিম) ক্রিকেট মাঠে ফেরত এসেছেন একটা আশা নিয়ে যে বড় টুর্নামেন্টের জন্য নিজেকে প্রস্তুত করছেন। আমরা নিশ্চয়ই তার সঙ্গে আলাপ করার পর্যায়ে চলে গেছি। এখন বোর্ড ও নির্বাচকদের সমন্বিতভাবে বসে আলাপ করাটা, এটার (তামিমের ফেরা) একটা পথ সুগম করবে। ‍‍` 

জাতীয় দলে ফিরতে হলে তামিমের করণীয় কী তা নিয়েও কথা বলেছেন প্রশান নির্বাচক, ‍‍`তামিমকে আরও শানিত হতে হবে। ফিটনেস আরও উন্নতি করতে হবে। যখন সে একটা বিষয় আকাঙ্খা করবে... একজন ক্রিকেটার যখন এত দিন আন্তর্জাতিক ক্রিকেট খেলছে সে নিশ্চয়ই জানে বৈশ্বিক আসরে খেলার জন্য নিজেকে কীভাবে শানিত করতে হয়, প্রস্তুত করতে হয়। কী ধরনের সহযোগিতা সে আশা করতে পারে বা বোর্ড তাকে দেবে। আমি মনে করি, এগুলো কোনো বাধা হয়ে দাঁড়াবে না। ‍‍`

 

 

একুশে সংবাদ/ এস কে

 

Link copied!