AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যবিপ্রবিতে দ্বিতীয়বারের মতো চাঁপাই উৎসব আয়োজিত


Ekushey Sangbad
আলফাজ হোসেন আরবি,যবিপ্রবি প্রতিনিধি
১০:১৫ পিএম, ২১ নভেম্বর, ২০২৫

যবিপ্রবিতে দ্বিতীয়বারের মতো চাঁপাই উৎসব আয়োজিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) চাঁপাইনবাবগঞ্জ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন যবিপ্রবির উদ্যোগে এবং যশোর জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: সেফাউর রহমানের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছে চাঁপাই উৎসব। 

অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ থেকে আগত শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার (২১ নভেম্বর ) মধ্যাহ্ন ভোজের পর বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের গ্যালারিতে মাহমুদুল হক উদয়ের সভাপতিত্বে পবিত্র কুরআন তেলাওয়াত মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পেট্রোলিয়ম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মিনহাজ উদ্দিন মনির, পরিবহন প্রশাসক ড. মো: শিমুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন যবিপ্রবির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ড. মো : মিনহাজ উদ্দিন মনির বলেন বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের চাঁপাইনবাবগঞ্জের শিক্ষক শুধু মাত্র আমিই আছি। আমাদের এই অ্যাসোসিয়েশনের জন্ম হয় ২০১৫ সালে। প্রায় প্রতিবছরই আমাদের এই অ্যাসোসিয়েশন প্রোগ্রাম করে। তোমরা যেকোন সমস্যায় আমার সাথে যোগাযোগ করবা। তোমারা যারা নবীন তারা হয়তো এখনো জানো না বিশ্ববিদ্যালয় জীবনটা আসলে কেমন। ক্যাম্পাসে ভালো খারাপ সবকিছুই আছে তোমাদেরকে বেছে নিতে হবে কোনটা ভালো আর কোনটা খারাপ। বিশ্ববিদ্যালয় জীবন শুধু লেখাপড়ার জন্য না এখানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতে হবে। 

অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের শিক্ষার্থীরা বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা এখন পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় তাদের অবদান রেখে চলেছে। আমরা সবাই একটি পরিবারের মতো। এখানে কেউ কোনো বিপদে পড়লে আমরা সবাই মিলে সেটা সমাধান করার চেষ্টা করি। নবীন যারা এসেছো তাঁরা মানবিক মানুষ হওয়ার পাশাপাশি নিজেদের পড়ালেখা ও দক্ষতার দিকে খেয়াল রাখবে। এছাড়া নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেন বক্তারা।

এরপর নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে খেলাধুলা, র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ করা হয়।

 

একুশে সংবাদ//এ.জে
 

Link copied!