AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ, হাদির ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:২৭ এএম, ১৩ ডিসেম্বর, ২০২৫

৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ, হাদির ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো চরম সংকটাপন্ন রয়েছে। তার মাথায় আঘাতপ্রাপ্ত গুলির গতিপথে মস্তিষ্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে, যা চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’ হিসেবে বিবেচিত। ফলে আগামী ৭২ ঘণ্টা তার জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন হাদির অবস্থা সরেজমিনে পর্যালোচনা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ডা. সায়েদুর রহমান বলেন, হাদির অবস্থা বর্তমানে অত্যন্ত ক্রিটিক্যাল। গুলিটি বাম কানের ওপর দিয়ে মাথায় প্রবেশ করে ডান পাশ দিয়ে বেরিয়ে গেছে। এই পথেই মস্তিষ্কের কাণ্ড বা ব্রেন স্টেমে গুরুতর আঘাত লেগেছে, যা শরীরের জীবনরক্ষাকারী কার্যক্রম নিয়ন্ত্রণ করে। এই ধরনের আঘাতকে ম্যাসিভ ব্রেন ইনজুরি হিসেবে ধরা হয়।

তিনি জানান, এমন পরিস্থিতিতে আপাতত নতুন কোনো চিকিৎসা হস্তক্ষেপ সম্ভব নয়। রোগীকে লাইফ সাপোর্টে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে। বর্তমানে তাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে বাঁচিয়ে রাখা হয়েছে।

বিশেষ সহকারী আরও বলেন, চিকিৎসকরা এখনই কোনো নিশ্চিত আশার কথা বলতে পারছেন না। তবে একেবারে আশাহীন অবস্থাও নয়। অস্ত্রোপচারের সময় রোগীর নিজের শ্বাস নেওয়ার কিছু স্বতঃস্ফূর্ত চেষ্টা লক্ষ্য করা গেছে, যা একটি ইতিবাচক লক্ষণ হিসেবে ধরা হচ্ছে।

তিনি জানান, অস্ত্রোপচারের আগেই হাদি একবার শকে চলে যান। পরবর্তীতে অ্যাম্বুলেন্সে স্থানান্তরের সময় নাক ও গলা দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। তবে আপাতত সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

ডা. সায়েদুর রহমান বলেন, বর্তমান পরিস্থিতিতে আশাবাদের গল্প শোনানোর সুযোগ নেই। রোগীর অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরিস্থিতির অগ্রগতির ভিত্তিতেই পরবর্তী চিকিৎসা সিদ্ধান্ত নেওয়া হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!