৯০ ওভার শেষে মাঠে আম্পায়ার ও খেলোয়াড়দের গতিবিধি দেখে মনে হয়েছিল টেস্টের প্রথম দিনে একটি ওভার বাড়তি খেলাতে পারেন তারা। সেটি হয়নি। মুশফিক অপরাজিত রইলেন ৯৯ রানে। কাল ১ রান করলেই বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে নিজের শততম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়বেন মুশফিক।
মুশফিক আজ সেঞ্চুরিটি পাবেন কি না, শেষ কয়েক ওভার ধরে এই প্রশ্নটি সবার মনে জেগেছিল। মুশফিকও হয়তো সেঞ্চুরিটি করতেই চেয়েছিলেন। নইলে কি দিনে নিজের শেষ বলটিতে সুইপ খেলেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান! সেটি করেও পারেননি। সেই শট থেকে এসেছে ১ রান।
মুশফিকের ৯৯* ও মুমিনুলের ফিফটিতে বাংলাদেশ প্রথম দিন শেষ করেছে ৪ উইকেটে ২৯২ রান নিয়ে। নাজমুল ছাড়া সবাই শুরুটা ভালো করেছেন। ওপেনার সাদমান করেছেন ৩৫, মাহমুদুল ৩৫। লিটন অপরাজিত আছেন ৪৭ রান নিয়ে।
এর আগে চায়ের বিরতি থেকে ফিরেই ফিফটি তুলে নিয়েছেন মুশফিক। তাতে শততম টেস্টটাকে স্মরণীয় করতে এগিয়ে চলেছেন তিনি। তুলে নিয়েছেন ২৮তম টেস্ট ফিফটি। তবে তার পরের ওভারেই অবশ্য ম্যাকব্রাইনের বলে ৬৩ রানে কাটা পড়েন মুমিনুল। তাতে ভেঙেছে ১০৭ রানের জুটি। মুমিনুলের ১২৮ বলের ইনিংসে ছিল মাত্র একটি চার।
প্রথম সেশনে ৩ উইকেট হারালেও দ্বিতীয় সেশনে প্রতিরোধ গড়ে খেলেছে বাংলাদেশ। যার ফলে পুরো সেশনে আধিপত্য ছিল স্বাগতিকদের। চতুর্থ উইকেটে প্রতিরোধ গড়ে খেলেছেন মুমিনুল হক ও শততম টেস্ট খেলতে নামা মুশফিক। কোনও উইকেট না হারিয়ে এই সেশনে তারা যোগ করেন ৯২ রান।
এই সময় মুমিনুল জীবন পেয়েছেন। তুলে নিয়েছেন ২৪তম ফিফটি। তিনি অপরাজিত ৬২ রানে। মুশফিকও জীবন পেয়েছেন, অপরাজিত ৪৮ রানে।
চায়ের বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৯২ রান।
টস জিতে ব্যাট করতে নেমে মিরপুরে দুর্দান্ত সূচনা করেছিল বাংলাদেশ। দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় মিলে যোগ করেছিলেন ৫২ রান। প্রায় ঘণ্টাখানেক প্রতিরোধ গড়ে খেলেছিলেন তারা। দলের ৫২ রানে সাদমানকে (৩৫) ফিরিয়ে এই জুটি ভেঙে দেন আইরিশ অফস্পিনার ম্যাকব্রাইন।
সাদমানের আউটের পর প্রথম সেশনের বাকি সময়টা আর স্বস্তিতে শেষ করতে পারেনি স্বাগতিকরা। লাঞ্চের আগে ১২ রানের ব্যবধানে হারায় আরও দুই উইকেট। দলের ৮৩ রানে সেই ম্যাকব্রাইনের ঘূর্ণিতে কাটা পড়েন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় (৩৪)। তখন চলছিল ২৬তম ওভার। তার পর ২৮তম ওভারে মাত্র ৮ রানে বোল্ড হন নাজমুল হোসেন শান্ত। এবারও হন্তারক সেই ম্যাকব্রাইন। তাতে প্রথম দিনের প্রথম সেশনে ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে তাদের স্কোর ৩ উইকেটে ১০০। ক্রিজে আছেন মুমিনুল হক (১৭*) ও শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিম (৩*)।
টস জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। প্রায় ঘণ্টখানেকের প্রতিরোধে ৫২ রান যোগ করেন তারা। দুই ব্যাটারের মধ্যে সাদমানই ছিলেন বেশি মারমুখী। ১৩.৪ ওভারে এসে সাদমানকে ফিরিয়ে জুটি ভেঙেছেন ম্যাকব্রাইন।
আয়ারল্যান্ড অফস্পিনারের ঘূর্ণিতে ৩৫ রানে এলবিডাব্লিউ হন বাংলাদেশ ওপেনার। সাদমানের ৪৪ বলের ইনিংসে ছিল ৬টি চারের মার। তুলনায় জয় ছিলেন ভীষণ সতর্ক।
সিলেটে প্রথম টেস্ট এক ইনিংস ও ৪৭ রানে জিতেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট জয়ের লক্ষ্যে আজ মিরপুরে মাঠে নেমেছে স্বাগতিকরা। শেষ টেস্টটি আবার বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের মাইলফলকও। এই ম্যাচেই বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে শততম টেস্ট খেলতে নেমেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। তার মাইলফলক টেস্টটিতে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ।
একুশে সংবাদ/এসআর



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

