উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ অবস্থায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি বায়ুর অক্ষ বর্তমানে উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল অতিক্রম করে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এ ছাড়া ২৪ সেপ্টেম্বরের দিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আরও একটি লঘুচাপ তৈরি হতে পারে, যা ঘনীভূত হওয়ার সম্ভাবনাও রয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর): খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বেশি বৃষ্টি, দেশের অন্যান্য অঞ্চলেও কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর): খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা বেশি। দেশের উত্তর ও মধ্যাঞ্চলের কিছু এলাকায়ও হালকা বৃষ্টি হতে পারে।
বুধবার (২৪ সেপ্টেম্বর): প্রায় সব বিভাগেই বৃষ্টি হতে পারে, বিশেষ করে কোথাও কোথাও ভারী বর্ষণ।
আবহাওয়া অফিস বলছে, সোমবার থেকেই দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে মঙ্গলবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার প্রবণতা থাকবে।
একুশে সংবাদ/আ.ট/এ.জে