ভারতের উত্তর গোয়ায় একটি ব্যস্ত নাইটক্লাবে ভয়াবহ আগুনে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতের এ ঘটনায় হতাহতের বিষয়টি রোববার (৭ ডিসেম্বর) ভোরে নিশ্চিত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ও স্থানীয় প্রশাসন।
ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই জানিয়েছে, রাজ্যের আরপোরা এলাকার একটি জনপ্রিয় ক্লাবে হঠাৎ আগুন ধরা পড়লে বহু মানুষ আটকা পড়ে। নিহতদের মধ্যে কয়েকজন পর্যটকও রয়েছেন।
মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন—
“গোয়ার জন্য অত্যন্ত শোকের দিন এটি। আরপোরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৩ জনের প্রাণহানি হয়েছে।”
তিনি আরও জানান, ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং যে কেউ দায়ী প্রমাণিত হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাংবাদিকদের তিনি জানান, তিনজন আগুনে পুড়ে এবং বাকিরা ধোঁয়ার কারণে শ্বাসরোধ হয়ে মারা গেছেন। নিহতদের মধ্যে তিন থেকে চারজন বিদেশি বা দেশি পর্যটক ছিলেন।
পিটিআইয়ের খবরে পুলিশের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, মধ্যরাতের ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে। ভারতের আরেক সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
গোয়া পুলিশের মহাপরিচালক অলোক কুমার জানিয়েছেন, সব মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরবর্তী প্রক্রিয়া চলছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

