AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফ্যাসিবাদের প্রামাণ্যচিত্র প্রদর্শনকালে টিএসসিতে দুই ককটেল বিস্ফোরণ



ফ্যাসিবাদের প্রামাণ্যচিত্র প্রদর্শনকালে টিএসসিতে দুই ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) গুম, খুন, নিপীড়ন বিষয়ক একটি ডকুমেন্টারি প্রদর্শনের সময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, টিএসসিতে ফ্যাসিবাদের গুম, খুন, নিপীড়ন বিষয়ক একটি ডকুমেন্টারি প্রদর্শন চলছিল। হঠাৎ সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। টিএসসির সামনে বোমা দুটি বিস্ফোরিত হয়। এতে একজন সামান্য আহত হয়েছেন। তবে, গুরুতর কোনো ক্ষতি কারও হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ককটেল দুটি বিস্ফোরণের পরপরই আশপাশের শিক্ষার্থী ও জনগণ এগিয়ে আসে। সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে যেখান থেকে ককটেল ছোড়া হয়েছে, তারা সেদিয়ে দৌড়ে যান দুষ্কৃতকারীদের ধরার উদ্দেশ্যে। তবে কাউকে সেখানে পাওয়া যায়নি। একজন সংবাদকর্মীর মোটরসাইকেল কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তারা আরও জানান, ঘটনার কিছুক্ষণ পরই পুলিশ ঘটনাস্থলে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরাও একই সময় উপস্থিত হন।

ঘটনাটির প্রাথমিক তদন্তে থাকায় পুলিশের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ঢাবির প্রক্টরিয়াল বডির সদস্যরাও তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি।

একুশে সংবাদ/এসআর

Link copied!