শেরপুরের নকলায় ৯ বোতল ভারতীয় মদসহ একটি মোটরসাইকেল জব্দ এবং এ ঘটনায় আদালতের এক কর্মচারীসহ ২ জনকে আটক করেছে নকলা থানা পুলিশ।
শনিবার(১৫ নভেম্বর) রাতে ঢাকা-নালিতাবাড়ী আঞ্চলিক মহাসড়কের নকলা উপজেলার ধনাকুশা পুরাতন বাজার এলাকা থেকে ওই মদসহ মোটরসাইকেল জব্দ করা হয় এবং ২ জনকে আটক করা হয়।
আটকরা হলেন:শেরপুর সদর উপজেলার আন্ধারিয়া কামারপাড়া এলাকার সিরাজ মিয়ার ছেলে হানিফ মিয়া (৪০), আন্ধারিয়া বানিয়াপাড়া এলাকার আবদুস ছালামের ছেলে মোঃ নুরুজ্জামান (৪৫) ।
নুরুজ্জামান শেরপুর আদালতের রেকর্ডরুমে সহকারী রেকর্ড কীপার হিসেবে কর্মরত রয়েছেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ঢাকা-নালিতাবাড়ী আঞ্চলিক মহাসড়কের ধনাকুশা পুরাতন বাজার এলাকায় নালিতাবাড়ী থেকে আসা একটি মোটরসাইকেলের গতিরোধ করা হয়। পরে মোটরসাইকেলের চালক ও আরোহীর হেফাজতে থাকা ৯ বোতল ভারতীয় মদসহ মোটরসাইকেল জব্দ করা হয় এবং দুজনকে আটক করা হয়।
রবিবার দুপুরে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

