AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্বকাপে গ্রুপ পর্বে প্রতিপক্ষ হিসেবে যাদের পেল আর্জেন্টিনা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৩১ এএম, ৬ ডিসেম্বর, ২০২৫

বিশ্বকাপে  গ্রুপ পর্বে প্রতিপক্ষ হিসেবে যাদের পেল আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপের শিরোপা ধরে রাখার অভিযানে তুলনামূলক স্বস্তির গ্রুপই পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শুক্রবার যুক্তরাষ্ট্রের জন এফ. কেনেডি সেন্টারে অনুষ্ঠিত ড্র অনুষ্ঠানে মেসির দল চলে গেছে ‘জে’ গ্রুপে। তাদের সঙ্গে রয়েছে অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান—যাদের কাউকেই কঠিন প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা হচ্ছে না।

ড্র শুরু হওয়ার আগে ২০২২ সালের বিশ্বকাপজয়ী ট্রফিটি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

অন্যদিকে বাছাইপর্বে পথটা যতটা কঠিন ছিল, মূল টুর্নামেন্টে ব্রাজিলের গ্রুপ ততটাই স্বস্তির। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা পড়েছে ‘সি’ গ্রুপে, যেখানে তাদের সঙ্গী মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি। মরক্কো তুলনামূলক চ্যালেঞ্জিং হলেও বাকি দুই দলকে অনেকেই শক্ত প্রতিদ্বন্দ্বী বলে মনে করছেন না। যদিও বিশ্বকাপের মঞ্চে অঘটন বলেই পরিচিত।

ড্র–তে তিন স্বাগতিক দল—কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র—আগেই পৃথক তিনটি গ্রুপে স্থির করা হয়। এরপর চারটি পটে থাকা ৪৮টি দলের নাম তোলা হয়। এর মধ্যে ৪২টি দল বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করেছে এবং বাকি দলগুলো প্লে–অফের মাধ্যমে যোগ দেবে।

নিচে গ্রুপভিত্তিক তালিকা তুলে ধরা হলো—

গ্রুপ–ভিত্তিক দলবণ্টন

গ্রুপ এ
মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, প্লে-অফ ডি বিজয়ী দল

গ্রুপ বি
কানাডা, সুইজারল্যান্ড, কাতার, প্লে-অফ এ বিজয়ী

গ্রুপ সি
ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড, হাইতি

গ্রুপ ডি
যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, প্লে-অফ সি বিজয়ী

গ্রুপ ই
জার্মানি, ইকুয়েডর, আইভরি কোস্ট, কুরাসাও

গ্রুপ এফ
নেদারল্যান্ডস, জাপান, তিউনিসিয়া, প্লে-অফ বি বিজয়ী

গ্রুপ জি
বেলজিয়াম, ইরান, মিশর, নিউজিল্যান্ড

গ্রুপ এইচ
স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, কেপ ভার্দে

গ্রুপ আই
ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, প্লে-অফ ২ বিজয়ী

গ্রুপ জে
আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান

গ্রুপ কে
পর্তুগাল, কলম্বিয়া, উজবেকিস্তান, প্লে-অফ ১ বিজয়ী

গ্রুপ এল
ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!