মুক্তির তিন দশক পার হলেও শাহরুখ খান ও কাজল জুটির জাদু এখনও ততটাই ঝলমল করছে। কালজয়ী প্রেমকাহিনী দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে (ডিডিএলজে) এবার ইতিহাস তৈরি করল লন্ডনে। লন্ডনের ব্যস্ততম লেস্টার স্কয়ারে স্থায়ীভাবে স্থাপিত হলো সেই বিখ্যাত ‘ডোলি সাজাকে রাখ না’ গানের পোজে রাহুল-সিমরানের ব্রোঞ্জ মূর্তি। আবরণ উন্মোচনের বিশেষ মুহূর্তে উপস্থিত ছিলেন বলিউডের কিং শাহরুখ খান ও জনপ্রিয় অভিনেত্রী কাজল—যেন সত্যিই পর্দা ভেদ করে বেরিয়ে এলেন তারা। খবরটি দিয়েছে বলিউড হাঙ্গামা।
এটি প্রথমবার কোনো ভারতীয় চলচ্চিত্রের চরিত্রের জন্য লেস্টার স্কয়ারে এই ধরনের আন্তর্জাতিক মর্যাদা। এর আগে হ্যারি পটার, মেরি পপিন্সসহ বিভিন্ন আইকনিক চরিত্র সেখানে স্থান পেয়েছিল, কিন্তু ভারতীয় সিনেমার জন্য এটি এক নজিরবিহীন অর্জন।
আবরণ উন্মোচন অনুষ্ঠানে শাহরুখ ছিলেন কালো পোশাক ও সানগ্লাসে। কাজল শাড়িতে অনন্য রূপে ধরা দেন। মূর্তির সামনে দাঁড়িয়ে সেই বিখ্যাত পোজও পুনরায় দেন তারা। হালকা বৃষ্টিতেও লেস্টার স্কয়ারে ভিড় ছিল উল্লেখযোগ্য। তিন দশক পরও শাহরুখ-কাজল জুটি ভক্তদের হৃদয়ে যে একইরকম জায়গা দখল করে রেখেছে, তারই প্রমাণ মিলল আবারও।
উক্ত অনুষ্ঠানে শাহরুখ খান বলেন, “দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে বানানো হয়েছিল বিশুদ্ধ হৃদয় দিয়ে। আমরা বলতে চেয়েছিলাম একটি প্রেমের গল্প—যা সব বাধা ভেঙে দিতে পারে এবং পৃথিবীকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। হয়তো তাই ৩০ বছর পরও এই সিনেমা মানুষের মনে এত গভীর প্রভাব ফেলে যাচ্ছে।”
কাজল বলেন, “৩০ বছর পরও ডিডিএলজে এত ভালোবাসা পাচ্ছে, এটা অবিশ্বাস্য। লন্ডনে মূর্তিটি উন্মোচিত হতে দেখে মনে হয়েছে আমাদের ইতিহাসের একটি অংশ নতুন করে জীবন্ত হয়ে উঠেছে—একটি গল্প যা প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে যাচ্ছে।”
১৯৯৫ সালের ২০ অক্টোবর মুক্তি পাওয়া আদিত্য চোপড়া পরিচালিত দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে-তে শাহরুখ ও কাজলের পাশাপাশি অভিনয় করেছিলেন অমরেশ পুরী, ফরিদা জালাল, সতীশ শাহ, অনুপম খের, পরমিত শেঠি, মন্দিরা বেদি ও আরও অনেকে। তিন দশক পরও সিনেমাটির প্রভাব ও জনপ্রিয়তা অটুট, আর লেস্টার স্কয়ারে স্থাপিত নতুন মূর্তিটি তা আরও একবার প্রমাণ করল।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

