পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার পর আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পবিপ্রবি শাখা।
সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে টিএসসি চত্বর থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন পবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি জান্নাতীন নাঈম জীবন।
সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “আজকের এই রায় বাংলাদেশের ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে। ভবিষ্যতে আর যেন কেউ স্বৈরাচার হয়ে উঠতে না পারে, এই রায় সে পথ তৈরি করবে বলে আমরা বিশ্বাস করি।”
পরে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

