অগ্রণী ব্যাংকে রাখা শেখ হাসিনার দুটি লকার থেকে ৮৩২ ভরি স্বর্ণালংকার জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) যৌথ টাস্কফোর্স। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে সংশ্লিষ্ট উচ্চপদস্থ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
গত ১৭ সেপ্টেম্বর দিলকুশায় অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় থাকা দুইটি লকার—নম্বর ৭৫১ ও ৭৫৩—জব্দ করে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল। কর ফাঁকির অভিযোগের তদন্তের অংশ হিসেবে লকারগুলো সিলগালা করা হয়েছিল।
এরও আগে, ১০ সেপ্টেম্বর পূবালী ব্যাংকের মতিঝিল শাখায় থাকা শেখ হাসিনার আরেকটি লকার (নম্বর ১২৮) জব্দ করে এনবিআর। একইভাবে কর-সম্পর্কিত অসঙ্গতি যাচাইয়ের জন্য লকারটি সিলগালা করা হয়।
দুদক ও এনবিআরের যৌথ টাস্কফোর্স মঙ্গলবার অগ্রণী ব্যাংকের লকার খুলে ভেতরে থাকা ৮৩২ ভরি স্বর্ণালংকার জব্দ করে। স্বর্ণালংকারগুলোর উৎস, মালিকানা ও সম্পদের হিসাব মিলিয়ে দেখা হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

