লক্ষ্মীপুরে বিকাশ ও নগদ প্রতারণা চক্রের চার সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। রোববার (২১ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়নের আনন্দ শাহ পোলের গোড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন—দক্ষিণ হামছাদি ইউনিয়নের জাহানাবাদ এলাকার ফয়েজ হোসেন (২৭), মো. হৃদয়, পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মো. সোহেল (২৪) এবং সমসেরাবাদ গ্রামের শিহাব উদ্দিন (২৫)।
সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের চার সদস্যকে আটক করি। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক মোবাইল ফোন, সিম কার্ড, নগদ অর্থ ও প্রতারণার কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।”
একুশে সংবাদ/ল.প্র/এ.জে