AB Bank
ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাকিবের দলে ফিক্সিংয়ের গুঞ্জন


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:৫৫ পিএম, ২৬ নভেম্বর, ২০২৪
সাকিবের দলে ফিক্সিংয়ের গুঞ্জন

আবুধাবি টি-টেন লিগে সম্প্রতি একটি ম্যাচে অস্বাভাবিক নো বল করেছিলেন মোহাম্মদ বিলাল নামের এক পেসার। প্রায় দুই ফুট বড় সেই নো বল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছিল ফিক্সিংয়ের জোরালো গুঞ্জন। এবার দাসুন শানাকা এক ওভারে চারটি নো বল দিয়ে বিতর্কের আগুনে ঘি ঢেলেছেন। লঙ্কান অলরাউন্ডার ৩ বলে ৩০ রান দেওয়ায় ফিক্সিং সন্দেহের চোখে পড়েছে সাকিব আল হাসানের দল বাংলা টাইগার্স।

গত সোমবার (২৫ নভেম্বর) দিল্লি বুলসের বিপক্ষে ইনিংসের নবম ওভারে বোলিংয়ে আসেন শানাকা। প্রথম বলে নিখিল চৌধুরী মারেন চার। পরের দুটি শানাকা করেন নো বল। সেই দুই বলেই চার মারেন নিখিল।  

পরের বলটি ঠিকমতো করলেও বাউন্ডারি হজম করেন। তৃতীয় বলে নিখিল হাঁকান ছক্কা। এরপর আবারো টানা দুটি নো বল ছোড়েন শানাকা। শেষটিতে হয়েছে বাউন্ডারি। অর্থাৎ ৩টি বৈধ বলে তিনি বিলিয়ে দেন ৩০ রান (৪, নো-বল ও ৪, নো-বল ও ৪, ৪, ৬, নো-বল, নো-বল ও ৪)। ঐ ওভারে শানাকা খরচ করেন মোট ৩৩ রান।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়টি নিয়ে অনেকেই তুলছেন প্রশ্ন। ক্রিকেট বিষয়ক একটি ওয়েবসাইটে ওভারটির বলের বিবরণ ভাইরাল হয়েছে।

প্রশ্নবিদ্ধ ম্যাচে অবশ্য ৭ উইকেটের জয় পেয়েছে বাংলা টাইগার্স। ৩ ম্যাচে দলটির এটিই প্রথম জয়। প্রথমে নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেটে ১২৩ রান করে দিল্লি বুলস। জবাবে লিয়াম লিভিংস্টোনের ১৫ বলে ৫০ রানের মারকুটে ইনিংসের সুবাদে ২ বল হাতে রেখে জয় পায় বাংলা টাইগার্স। 

এই ম্যাচটি ভালো যায়নি সাকিবের। এক ওভারে ২৫ রান খরচা করেন টাইগার অলরাউন্ডার। ব্যাটিংয়ে অবশ্য সাকিবকে নামতে হয়নি। তার আগেই বাংলা টাইগার্স পৌঁছে যায় জয়ের বন্দরে ।

একুশে সংবাদ/ এস কে

Link copied!